শেষ আপডেট: 23rd November 2023 12:37
দ্য ওয়াল ব্যুরো: ব্ল্যাক ফ্রাইডে তথা নভেম্বরের শেষ শুক্রবার মুক্তি পাচ্ছে মোস্তাফা সারওয়ার ফারুকি পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’। এই রাজনৈতিক থ্রিলারে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন নুসরত ইমরোজ তিশা। তাছাড়া রয়েছেন প্যালেস্তাইনের অভিনেতা ইয়াদ হুরানি।
বাংলাদেশে এই ছবি এখনও নিষিদ্ধ। মুক্তির অনুমতি দেওয়া হয়নি। ঢালিউডের এই বিতর্কিত ছবিকে চার বছর ধরে আটকে রেখেছে সে দেশের সেন্সর বোর্ড। তাই শেষমেশ ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সোনি লিভে মুক্তি পেতে চলেছে শনিবার বিকেল।
কাল শুক্রবার, ২৪ নভেম্বর থেকে সিনেমাটি দেখা যাবে সোনি লিভে। এমনিতে ডিজিটাল মাধ্যমকে ভৌগোলিক বা আন্তর্জাতিক সীমানা দিয়ে সব সময়ে বেঁধে রাখা যায় না। তবে ভারতের ওটিটিতে ‘শনিবার বিকেল’ দেখা গেলেও ওপার বাংলায় তা কোনওভাবেই দেখা যাবে না।
কৌতূহল হতে পারে, কেন এই ছবির মুক্তি নিয়ে এত বিতর্ক বাংলাদেশে!
২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসবাদীরা সেই রেস্তোরাঁয় হামলা চালিয়ে পণবন্দি করে রাখে অনেককে। শেষমেশ ভোরে মিলিটারি অপারেশনের পর জানা যায়, মোট ২৯ জন মারা গিয়েছে ওই ঘটনায়। তাঁদের মধ্যেই ১৭ জনই ছিলেন বিদেশি।
‘শনিবার বিকেল’ ছবিতে হোলি আর্টিজানের ঘটনার প্রতিচ্ছবি রয়েছে বলেই আটকে দিয়েছে বাংলাদেশের সেন্সর বোর্ড। তাদের বক্তব্য, এই ছবির সঙ্গে জাতীয় নিরাপত্তা ও ভাবমূর্তির বিষয়টি জড়িত। দেশের নিরাপত্তা বাহিনীর ভূমিকাকে খাটো করে দেখানো হয়েছে। এই ছবির কারণে ধর্মীয় ভাবাবেগেও আঘাত লাগতে পারে বলে বাংলাদেশের সেন্সর বোর্ডের মত।
সেন্সর বোর্ডের সেই ফরমান নিয়ে বেশ কয়েকবার গর্জে উঠেছিল ঢাকার শিল্পী সমাজ। এমনকি জয়া আহসান তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, “পৃথিবীর নানা দেশে যখন সেন্সর বোর্ড নামের বালাইটা উঠে যাচ্ছে, আমাদের দেশে সেটা তখন ফাঁসির রজ্জুর মতো চলচ্চিত্রের গলায় চেপে বসছে। এর সর্বশেষ শিকার এখন মোস্তাফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’।”
জয়ার কথায়, হোলি আর্টিজানের ঘটনার পুনরাবৃত্তি কেউ চায় না। তবে এও ঠিক, হোলি আর্টিজানের ঘটনাকে সামনে রেখে জোরালো সতর্কঘণ্টা বাজিয়ে যেতে হবে যাতে নতুন প্রজন্ম সে পথে পা না বাড়ায়। ঘণ্টা বাজিয়ে ঘুম ভাঙানোই তো চলচ্চিত্রের কাজ। আমরা চলচ্চিত্রের মুক্তি চাই, সব শিল্পের মুক্তি চাই। কারণ আমরা মানুষের মুক্তি চাই।
বুধবার ফেসবুকে ‘শনিবার বিকেল’ মুক্তির খবর জানিয়েছেন মোস্তাফা সারওয়ার ফারুকি নিজেই। এরমধ্যেই আগামী ৩০ নভেম্বর বাংলাদেশের ওটিটি চরকিতে মুক্তি পাবে তাঁর আরও এক সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
বহু প্রতীক্ষিত দু’টি সিনেমা প্রায় পরপর মুক্তি পাওয়া নিয়ে ফারুকি ফেসবুকে লিখেছেন, “একসঙ্গে এত কিছু আসছে যে আমারই দিশাহারা অবস্থা। ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ফাইনালি, ২৪ নভেম্বর, সোনি লিভে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনও দেশ থেকে দেখা যাবে। আর ৩০ তারিখ চরকিতে আসছেই ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এরপর আরও ছবি আসবে।”
দু’টি সিনেমাই দর্শকদের দেখার আহ্বান জানিয়ে ফারুকি আরও বলেন, “দু’টো সিনেমা দেখে সম্পূর্ণ দু’রকম অভিজ্ঞতা হবে আশা করি। দু’টোই দেখবেন, সেগুলো নিয়ে কথা বলবেন, এই কামনা করি। এই দু’টো ছবির পর আরও কিছু আসবে, সেগুলিও দ্রুত দেখে নেবেন।”