শেষ আপডেট: 22nd May 2023 01:33
দ্য ওয়াল ব্যুরো: কান ফিল্ম ফেস্টিভ্যালের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হচ্ছে প্রতিদিনই। তবে, ঐশ্বর্য, ঊর্বশী বা সারা আলি খানের ছবির ভিড়েও প্রয়াত শশী কাপুর বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Sashi Kapoor Soumitra Chattapadhyay walked in Berlin film festival) ক্রেজ এতটুকু কমেনি দর্শক মহলে। আজও তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখলে রাতারাতি তা ভাইরাল হতে বেশি সময় লাগে না।
সেই পোস্টটিই রিটুইট করেন অভিনেত্রী সোনি রাজদান। সেই ছবিতে দেখা যাচ্ছে শশী কাপুর (Sashi Kapoor), ফেলিসিটি কেন্ডাল, মাধুর জাফরি এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chattapadhyay)। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের দিক থেকেও এই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল বিশেষ গুরুত্বপূর্ণ।
১৯৬৫র বার্লিন চলচ্চিত্র উৎসবে জেমস আইভরি পরিচালিত 'শেক্সপীয়র ওয়াল্লা' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান অভিনেত্রী মাধুর জাফরি, পাশাপাশি, 'চারুলতা' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান সত্যজিৎ রায়। এই ছবিতে দেখা যাচ্ছে বৃটিশ অভিনেত্রী ফেলিসিটি কেন্ডালের পোশাকেও রয়েছে ভারতীয় ছোঁয়া। হাতে একটি ওড়না জড়ানো রয়েছে বৃটিশ অভিনেত্রীর।
ছবিটি দেখেই স্মৃতির সরণিতে হেঁটেছেন নেটিজেনরা। সেই সময়ের এই ছবির সঙ্গে এই সময়ের অভিনেতাদের তুলনাও টেনেছেন অনেকেই। আজ যেখানে শুধুমাত্র ডিজাইনার পোশাক পরেই কান অথবা বার্লিনের মতো আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবে শুধুমাত্র মুখ দেখান তারকারা সেখানে সেরা পরিচালক বা সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিত একসময় ভারতীয় ছবি, এই মর্মেও হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ।
প্রিয়াঙ্কার ‘সিটাডেল’এ বরুণ, সামান্থা! কবে থেকে দেখা যাবে এই দুই তারকাকে