
Warmest birthday wishes and regards to the Hon’ble Union Home Minister @AmitShah ji.
— Sara Ali Khan (@SaraAliKhan) October 22, 2021
শুক্রবার অমিত শাহের জন্মদিনে সারা ট্যুইট করেন, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জন্মদিনের উষ্ণতম শুভেচ্ছা, সম্মান জানাই। তারপরই ট্রোলবাহিনী তাঁকে একহাত নেয় সোস্যাল মিডিয়ায়। ঘটনাচক্রে মাদক মামলায় গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার শাহরুখ খান পুত্র আরিয়ান খান পরপর জামিনের আর্জি জানিয়েও প্রত্যাখ্যাত হচ্ছেন। তিনি রয়েছেন মুম্বইয়ের আর্থার রোড জেলে। তাঁর বন্ধু বলে পরিচিত অনন্যা পান্ডেকেও হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে পরপর দুদিন তলব করে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। অভিযোগ, আরিয়ানকে তিনবার মাদক সরবরাহ করেছেন অনন্যা। এই প্রেক্ষাপটে সারাকে কটাক্ষ করে কেউ লিখেছে, না, তুমি এবার নিরাপদ। আর কোনও এনসিবি হানা হবে না। আরেকজন লেখে, সারা আলি খান নিজেকে নিরাপদ রাখতে চাইলেন! অমিত শাহের গুড বুকে চলে এলেন।
দেখুন আরও কিছু প্রতিক্রিয়া।
সারাকে এবার দেখা যাবে আতরঙ্গি রে ছবিতে। অক্ষয় কুমার, ধনুশ তাঁর দুই সহ অভিনেতা এই ছবিতে। এবছরই ছবিটি রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু রিলিজ ডেট পিছিয়ে যায় করোনাজনিত পরিস্থিতিতে।