শেষ আপডেট: 25th June 2023 10:33
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে রমরমিয়ে চলছে সারা আলি খান এবং ভিকি কৌশলের 'জারা হটকে জারা বাঁচকে'। ছবি মুক্তির পর ব্যবসার গতি প্রথম দিকে একটু ঝিমিয়ে থাকলেও আস্তে আস্তে ছবিটি দেখতে হলমুখী হয়েছেন দর্শক। ইতিমধ্যেই ৮০ কোটি টাকা ছাড়িয়েছে ছবি থেকে হওয়া লাভের অঙ্ক। এবার ছবি মুক্তির সাফল্যেই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে মন্দিরে গেলেন সারা আলি খান।
সম্প্রতি ছবির প্রচারে মধ্যপ্রদেশ গিয়েছেন সারা। সেখানেই কাল ভৈরব মন্দির, মহাকালেশ্বর মন্দির এবং খাজরানা গনেশ মন্দিরে ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ধর্মের দিক থেকে তিনি জন্ম সূত্রে মুসলিম হলেও হিন্দু ধর্মের নানা নিয়ম কানুন মেনে পুজো করতে আগেও দেখা গেছে সইফ কন্যাকে। নানা ধর্মের মানুষের থেকে এ নিয়ে কটাক্ষ শুনলেও তা বিশেষ পরোয়া করেন না সারা।
রবিবারও একাধিক মন্দিরে পুজো করার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিলেন সারা। এমনকি মন্দিরে ভজনে মগ্ন হতেও দেখা যায় অভিনেত্রীকে। প্রসঙ্গত, 'জারা হটকে জারা বাঁচকে' ছবিতে প্রথমবারের জন্য জুটি বাঁধলেন সারা এবং ভিকি কৌশল।
'জারা হটকে জারা বাঁচকে' ছবির ব্যবসা আরও বাড়বে বলেই মনে করছেন নির্মাতারা। বিশেষত, 'আদিপুরুষ' বক্স অফিসে ধরাশায়ী হওয়া যেন শাপে বর হল ভিকি সারার ছবির জন্য। যেখানে দেশ জুড়ে প্রচারের পরেও আদিপুরুষ বিদ্ধ সমালোচনা ও বিতর্কে সেখানে সারা ভিকির 'জারা হটকে জারা বাঁচকে' ছবি যেন 'স্লো বাট স্টেডি' মন্ত্রেই জিতে নিচ্ছেন বক্স অফিসের ইঁদুর দৌড়।
মুকেশ আম্বানি আর আনন্দ মাহিন্দ্রা বাস মিস করে উবর বুক করতে যাচ্ছিলেন, ভাগ্যিস সুনীতা ছিল