
দ্য ওয়াল ব্যুরো: পরনে সাদা খোলের সুতির শাড়ি। কপালে ছোট্ট কালো টিপ। খুব সাধারণ মেকআপে এমনই পোশাকে দেখা গেল বলি অভিনেত্রী সারা আলি খানকে (Sara Ali Khan)। দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে সামনে এল তাঁর নতুন ছবির (Ae Watan Mere Watan) টিজার। আজ, সোমবার পরিচালক করণ জোহর নিজে সোশ্যাল মিডিয়ায় সেই টিজার শেয়ার করেছেন।
সারা আলি খানের এই ছবির নাম ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতন’। টিজারেই বোঝা যাচ্ছে, এটি আদ্যোপান্ত দেশপ্রেমের ছবি। সে ছবিতে সারার ভূমিকা একজন স্বাধীনতা সংগ্রামীর (Freedom Fighter)। করণ জোহর টিজারটি শেয়ার করে লিখেছেন, ‘দেশের নায়কদের জন্য, স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামের জন্য।’
টিজারে দেখা গিয়েছে, একটি ঘরে ঢুকে সব দরজা জানলা বন্ধ করে, পর্দা টেনে, গোপনে রেডিওর মতো একটি জিনিস নিয়ে তাতে দেশবাসীর জন্য বার্তা দিচ্ছেন সারা। এমন সময় হঠাৎই সেই ঘরের দরজায় জোরে কড়া নাড়ার শব্দ শোনা যায়, চমকে তাকান সারা। এইটুকু টিজারেই ঘনিয়েছে কৌতূহল। আপাতত জানা গেছে, ১৯৪২ সালের ‘ভারত ছাড়ো’ আন্দোলনের পটভূমিতে তৈরি করা হয়েছে এই ছবিটি।
দেখুন টিজার।
‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতন’ ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর ও অপূর্ব মেহতা। ছবির পরিচালক কন্নন আইয়ার। ছবির কাহিনি লিখেছেন দরব ফারুকি ও কন্নন আইয়ার। এই থ্রিলার-ড্রামায় স্বাধীনতা সংগ্রামী উষা মেহতার চরিত্রে দেখা যাবে সারাকে। পুরনো দিনের সাধারণ সাজে এবং চরিত্রের সঙ্গে মানানসই চোখমুখের এক্সপ্রেশনে দারুণ দেখাচ্ছে সারাকে। তাঁর এই লুক প্রকাশ হতেই ভাইরাল হয়েছে ছবি ও টিজার। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি।
কড়া ডায়েট, কঠোর ট্রেনিং! ‘পাঠান’ই জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ, বললেন দীপিকা