
দ্য ওয়াল ব্যুরো: মা অমৃতা সিং, ভাই ইব্রাহিম আলি খানকে নিয়ে লাঞ্চ করতে বেরিয়েছিলেন। তখন কি জানতেন সারা আলি খান (sara ali khan) যে, বেরনোর সময় এমন একটা ঘটনা ঘটবে যার জেরে তাঁকে কত না আকথা-কুকথা শুনতে হবে (trolled)! খাবারের দোকানের বাইরে পা ফেলে গাড়িতে উঠতে যাবেন, এমন সময় সারার সামনে উদয় হল পথনিবাসী একটি মেয়ে (girl)। কিছু সাহায্য চাইলে তাকে সারা দিলেন ১০টাকার (rs 10) একটা নোট, একটা বিস্কুটের প্যাকেট। আর সেই দৃশ্যের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু ট্রোলিং। যা নয় তাই, কী বলতে বাকি রাখল না ট্রোলিং বাহিনী।
কেন মাত্র দশ টাকা সাহায্য, প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তারা। একজন লেখে, কোটি টাকার মালকিন, তবু দিই দিই করে দিল মোটে ১০ টাকা! আরেকজনেক কটাক্ষ, ১০ টাকার বিস্কুট, অভিনব বেইজ্জতি! কেউ বলেছে, এর চেয়ে বেশি তো আমরা মধ্যবিত্তরা ভিখারিদের দিই! আরেকজন বলেছে, বাবা, সারার কাছে তাহলে ১০ টাকার নোটও থাকে! তবে কোনও কোনও সারা-ভক্ত হার্টের ইমোজি দিয়ে তাঁদের ভালবাসা জানিয়েছেন।
অবশ্য, এই প্রথম নয়, এর আগেও নানা সময়ে ট্রোলড হয়েছেন সারা।
নেটিজেনদের নিশানার বাইরে ছিলেন না ইব্রাহিমও। তাঁর পোশাক নিয়েও কটাক্ষ হয়েছে। হাতকাটা গেঞ্জি পরায় একজন লেখে, এ কোটিপতি কিন্তু শার্ট পরতে খুব কষ্ট হয়। আরেকজন লেখে, আরে কেউ ওকে একটা শার্ট তো দাও!
সামনেই সারার নতুন ছবি রিলিজ হওয়ার কথা। তাঁকে ‘আতরঙ্গি রে’ ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, ধনুশের সঙ্গে। ছবির পরিচালক আনন্দ এল রাই।