শেষ আপডেট: 4th February 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত 'নাদানিয়া' ছবির মাধ্যমে ইব্রাহিমের অভিনয় যাত্রা শুরু হচ্ছে। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘ইশক মে’, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
ভাইয়ের প্রথম সিনেমা ও গান নিয়ে উচ্ছ্বসিত সারা আলি খান। ইনস্টাগ্রামে ‘ইশক মে’ গানটি শেয়ার করে তিনি লেখেন, 'আমার ভাইয়ের প্রথম গান! এবার তোর জাদুর অপেক্ষায়। আমি সবসময় বলেছি, আমাদের পরিবারের সেরাটা এখনও আসেনি!' সেইসঙ্গে তিনি যোগ করেন, খুশির অভিনয় দেখার জন্য তিনি বেশ উৎসাহী।
শুধু সারা নন, ইব্রাহিমের পিসি সোহা আলি খানও ইনস্টাগ্রামে গানটি শেয়ার করে লিখেছেন, 'ভাল লাগছে ইগি!এই ছবির পরিচালক শওনা গৌতম, যিনি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ফলে নতুন প্রতিভাদের এক অনন্য সমাবেশ ঘটতে চলেছে এই ছবিতে।
ইব্রাহিমের পরিবার বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাবা সইফ আলি খান, মা অমৃতা সিং, দিদি সারা আলি খান, পিসি সোহা আলি খান— সকলেই সফল অভিনেতা। ঠাকুমা শর্মিলা ঠাকুর তো বলিউডের এক কিংবদন্তি। অন্যদিকে, কারিনা কাপুরও খান পরিবারের সদস্য হিসেবেই এক বড় তারকা।
অন্যদিকে, সারা আলি খান সম্প্রতি ‘স্কাই ফোর্স’ ছবিতে অভিনয় করেছেন এবং শীঘ্রই আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি নতুন ছবিতে দেখা যাবে। সইফ আলি খানও ব্যস্ত রয়েছেন একাধিক সিনেমার কাজ নিয়ে, যার মধ্যে রয়েছে ‘দেবারা: পার্ট ওয়ান’ ও নেটফ্লিক্সের থ্রিলার ‘জুয়েল থিফ’। এইসবের মাঝে ইব্রাহিমের বলিউড অভিষেক নিয়ে খান পরিবারে উৎসাহ তুঙ্গে। এবার দেখার, বাবার মতো তিনিও দর্শকের মন জয় করতে পারেন কিনা!