শেষ আপডেট: 12th December 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: স্টাইল স্টেটমেন্টে বরাবরই নজর কাড়েন। আগে বলিউডে এখন হলিউডে, নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। কথা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। অভিনেত্রী অনেক সময়ই সঞ্জয় লীলা বনশালিকে নিয়ে মুখ খুলেছিলেন। বলিউড সূত্রে খবর, তাঁর সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সম্প্রতি রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ২০১৪ সালে মুক্তি পাওয়া ওমুঙ্গ কুমার পরিচালিত সিনেমা মেরি কম ছবির শুটিংয়ের আগে বনশালি তাঁকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। এই ছবিতে প্রিয়াঙ্কা মেরি কমের ভূমিকায় অভিনয় করেছিলেন।
কী বললেন প্রিয়াঙ্কা? তিনি বলেন, 'আমার বাবার মৃত্যুর মাসেই আমি মেরি কম ছবির শুটিং শুরু করার কথা ছিল। তখন বক্সিং দৃশ্যগুলোর জন্য সেট প্রস্তুত ছিল। বাবার মৃত্যুর পর আমি খুব ভেঙে পড়েছিলাম। সেই সময় সঞ্জয় লীলা বনশালি আমার বাবার শেষকৃত্যে এসেছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘তোমার কাজে যাওয়ার দরকার নেই। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আমরা সেট বন্ধ রাখব। যখন তুমি প্রস্তুত হবে, তখন শুটিং শুরু করব।’
অভিনেত্রী আরও বলেন, 'আমার বাবা কখনওই চাননি আমি আমার কাজ থামিয়ে দিই। তাই তাঁর ইচ্ছার কথা ভেবে, বাবার মৃত্যুর চার দিন পর আমি কাজে ফিরে যাই। আমার সমস্ত দুঃখ আর কষ্ট আমি সেই ছবির লড়াই দৃশ্যগুলোতে ঢেলে দিয়েছিলাম।'
২০১৯ সালে মুক্তি পাওয়া প্রিয়াঙ্কার শেষ হিন্দি সিনেমা এটি। সোনালি বোস পরিচালিত দ্য স্কাই ইজ পিঙ্ক-এর সময়, প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বাবা তাঁর খুব কাছের ছিল। ফলে বাবার চলে যাওয়া তিনি মন থেকে কখনওই মেনে নিতে পারেননি। তাই তিনি এমন একটি ছবি করতে চেয়েছিলেন, যা সন্তানের অকাল মৃত্যু নিয়ে হবে। সেখানে বাবা-মায়ের মানসিক লড়াই ও সামলানোর ভিন্ন ভিন্ন দিক থাকবে। প্রিয়াঙ্কা নিজেও তাঁর প্রোডাকশন হাউস, পার্পল পেবল পিকচার্স-এর ব্যানারে এই ছবিটি সহ-প্রযোজনা করেছিলেন।