Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Sanjay Kapur death

মৌমাছি গিলে ফেলাই হল কাল! হার্ট অ্যাটাকে মৃত্যু করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের

এক সময় বলিউডের গ্ল্যামার আর শিল্পপতি জগতের সংযোগস্থলে দাঁড়িয়ে ছিল একটি সম্পর্ক। ২০০৩ সালে এক রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুর। 

মৌমাছি গিলে ফেলাই হল কাল! হার্ট অ্যাটাকে মৃত্যু করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের

সঞ্জয় কাপুর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 13 June 2025 06:55

দ্য ওয়াল ব্যুরো: এক সময় বলিউডের গ্ল্যামার আর শিল্পপতি জগতের সংযোগস্থলে দাঁড়িয়ে ছিল একটি সম্পর্ক। ২০০৩ সালে এক রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুর। সেই বন্ধন থেকে জন্ম নেয় দুটি সন্তান—সামাইরা এবং কিয়ান। তবে সব গল্পের শেষটা যে সুখের হয় না, সে কথা বলিউড জানে বহুবার।

দাম্পত্য জীবনের জটিলতা, মতপার্থক্য, বিশ্বাসের ফাঁক গড়ে তোলে দূরত্ব। ২০১৪ সালে করিশ্মা এবং সঞ্জয় আলাদা থাকার সিদ্ধান্ত নেন। দুই বছর পর ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ আইনি স্বীকৃতি পায়। সন্তানদের হেফাজত নিয়ে টানাপোড়েন চলে আদালত পর্যন্ত। শেষমেশ আদালত করিশ্মাকে শিশুদের হেফাজতের অধিকার দেয়, সঞ্জয় পান নির্দিষ্ট সময়ে দেখা করার অনুমতি। এমনকি একটি এফআইআর, যেটি করিশ্মা আগে দায়ের করেছিলেন, সেটিও সুপ্রিম কোর্ট বাতিল করে।

বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে প্রাথমিকভাবে পারস্পরিক সমঝোতার পথে হাঁটলেও, সন্তানদের হেফাজত ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে উত্তেজনা তৈরি হয়। শেষপর্যন্ত সঞ্জয় নিজের দায়িত্ব পালনে পিছু হঠেননি। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ১৪ কোটি টাকার বন্ড কেনেন, যার সুদ ১০ লক্ষ টাকা। এছাড়া করিশ্মাকে তাঁর পিতার একটি বাড়ির মালিকানাও প্রদান করেন।

পরবর্তী বছরেই সঞ্জয় নতুন জীবনের পথে এগিয়ে যান—মডেল ও অভিনেত্রী প্রিয়া সচদেবের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। আগের বিয়ে থেকে প্রিয়ার একটি কন্যাসন্তান ছিল, পরে তাঁদের সংসারে আসে পুত্র আজারিউস।

বিচ্ছেদের পরেও করিশ্মা ও সঞ্জয় সম্পর্কে সম্মান ও সৌহার্দ্যের বার্তা রাখেন। তাঁরা একসঙ্গে সামাইরার ১৮তম জন্মদিন উদযাপন করেছিলেন, যেখানে প্রিয়াও উপস্থিত ছিলেন সন্তানদের সঙ্গে।

তবে ২০২৫ সালের ১২ জুন ঘটে সেই ঘটনা, যা এক জীবনের সমাপ্তি ঘটায়। লন্ডনে একটি পোলো ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। খবরে প্রকাশ, একটি মৌমাছি গিলে ফেলেন তিনি, যা শ্বাসরোধের কারণ হয়ে দাঁড়ায়। মাঠেই পড়ে যান, প্রাথমিক চিকিৎসা সত্ত্বেও প্রাণে রক্ষা পাননি। তাঁর বয়স হয়েছিল ৫৩।

সঞ্জয় কাপুর ছিলেন অটোমোবাইল শিল্পের বিশিষ্ট সংগঠন সোনা কমস্টারের চেয়ারম্যান। তাঁর মৃত্যুতে সংস্থা জানায়, “সঞ্জয় ছিলেন এক দূরদর্শী নেতা, যাঁর নেতৃত্বে সোনা কমস্টার আজকের অবস্থানে পৌঁছেছে। তাঁর দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ চিরকাল সংস্থার পথপ্রদর্শক হয়ে থাকবে।”


ভিডিও স্টোরি