বলিউডের প্রাক্তন জনপ্রিয় জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের ‘সম্পর্ক’ নিয়ে ইন্ডাস্ট্রিতে আজও কানাঘুষো থামে না। প্রেম, গসিপ, রিল-রিয়েল কেমিস্ট্রি থেকে শুরু করে বিয়ের জল্পনা—সবই ছিল এক সময়ের ওপেন সিক্রেট।
ওটা কি মাধুরী দীক্ষিত?
শেষ আপডেট: 12 June 2025 06:27
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রাক্তন জনপ্রিয় জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের ‘সম্পর্ক’ নিয়ে ইন্ডাস্ট্রিতে আজও কানাঘুষো থামে না। প্রেম, গসিপ, রিল-রিয়েল কেমিস্ট্রি থেকে শুরু করে বিয়ের জল্পনা—সবই ছিল এক সময়ের ওপেন সিক্রেট। একের পর এক হিট ছবি উপহার দেওয়া এই জুটির নাম জড়িয়েছিল ব্যক্তিগত জীবনেও। কিন্তু টাডা কাণ্ডে সঞ্জয়ের নাম উঠে আসার পরই ধীরে ধীরে সরে যান মাধুরী, আর সেই সম্পর্কের ইতি ঘটে নীরবে।
এই প্রেক্ষাপটে সম্প্রতি একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই ফের চর্চায় সঞ্জয়। ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে নাচতে। আর তাতেই বিভ্রান্ত নেটিজেনরা—ওটা কি মাধুরী দীক্ষিত?
কিন্তু বাস্তব বলছে অন্য কথা। নাচের সেই সঙ্গিনী আর কেউ নন, সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত। স্ট্যালিয়ন গ্রুপের সোনম ফাবিয়ানির বোন সারিনা ভাসওয়ানি ও তাঁর বাগদত্তা লাভিন হেমলানির সংগীত অনুষ্ঠানে সঞ্জয় ও মান্যতা একসঙ্গে মঞ্চ মাতান ‘বাস্তব’ ছবির আইকনিক গান ‘মেরি দুনিয়া হ্যায়’-এ।
গানের মাঝে এক মুহূর্তে সঞ্জয়ের কপালে চুমু খান মান্যতা, আর দর্শকরা চিৎকার করে ওঠেন সেই দৃশ্য দেখে। চোখে পড়ার মতো তাঁদের পরিধান—সঞ্জয়ের গায়ে রুপোলি এমব্রয়ডারির মখমলের শেরওয়ানি, আর মান্যতার পরনে ছিল নীল রঙের ভারী কাজের লেহেঙ্গা-চোলি।
তবে ভাইরাল ভিডিও ঘিরে আসল চমক এনে দেয় সাধারণ মানুষের প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করেছেন, ‘প্রথমে দেখে ভেবেছিলাম মাধুরী!’ কেউ লিখেছেন, ‘এ তো পুরো মাধুরী দীক্ষিতই মনে হচ্ছে।'