
দ্য ওয়াল ব্যুরো: শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ, তারপরেও নিজের কাজের প্রতি অবিচল ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। কঠিন যন্ত্রণা সহ্য করেও শ্যুটিংয়ের কাজ চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি ‘শামশেরা’-র প্রচারে এসে এই কথাই জানালেন ছবির পরিচালক করণ মালহোত্রা।
করণের কথায়, ‘সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়ার বিষয়টি ইন্ডাস্ট্রির অনেকের কাছেই একটা বড় ধাক্কা ছিল। উনি ওই কঠিন যন্ত্রণার মধ্যেও শান্ত হয়ে শ্যুটিং করেছেন। কাউকে বুঝতে দেননি, কী ভীষণ শারীরিক এবং মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। শ্যুটিং সেটে তিনি শুধুই নিজের কাজে মন দিয়েছিলেন।’
আমার সিনেমাগুলি পছন্দ করতেন না বাবা, ‘বকওয়াস’ বলতেন : রণবীর
এর পাশাপাশি করণ জানান, ‘সঞ্জয় দত্ত (Sanjay Dutt) একজন সুপারম্যান। তিনি আমাদের সবার কাছেই অনুপ্রেরণা। ছবির কাজ চলার সময় তিনি যেভাবে আমাদের পাশে সবসময় থেকেছেন, তাতে আমি ঋণী।’
‘শামশেরা’ সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন রনবীর। তবে তার পাশাপাশি ট্রেলারে আরও যেই চরিত্রটি দর্শকদের নজর কেড়েছে, সেটি হল দারোগা শুদ্ধ সিং। আর সেই অত্যাচারী, পাশবিক, শীতল মস্তিষ্কের শুদ্ধ সিং হয়ে ধরা দিয়েছেন সঞ্জয় দত্ত। ট্রেলারে এই চরিত্রটি অনেকের নজর কেড়েছে। অথচ অনেকেই হয়ত জানেন না, এই চরিত্রে অভিনয়ের সময় ব্যক্তিগত জীবনেও কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেতা।
উনবিংশ শতাব্দীর পটভূমিতে তৈরি হয়েছে যশ রাজ ফিল্মসের ‘শামশেরা’। করণ মালহোত্রা পরিচালিত এই ছবিতে উঠে আসবে একদল ডাকাত উপজাতির কথা। ছবিতে সেই ডাকাত রণবীর কাপুরের বিপরীতে অত্যাচারী পুলিশ অফিসার শুদ্ধ সিং-এর ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে (Sanjay Dutt)।