কাজ হারিয়ে কী বলছেন স্যান্ডি?
শেষ আপডেট: 9th April 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: ঠাকুরপুকুর কাণ্ডের পার হয়েছে তিন দিন। মূল অভিযুক্ত ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস এই মুহূর্তে পুলিশি হেফাজতে। তবে এরই মধ্যে নতুন খবর, যা দ্য ওয়ালকে নিজেই জানালেন স্যান্ডি সাহা। এ দিন সকালেই জানা গিয়েছিল, যে ধারাবাহিকটির টিআরপি বাড়ার উদযাপন করতে শহরের ওই পানশালায় গিয়েছিলেন ভিক্টো সহ বাকিরা, রবিবারের ওই নিদারুণ ঘটনার পর ওই ধারাবাহিক থেকেই বাদ দেওয়া হয়েছে স্যান্ডি-ঋ'দের।
এই খবরের সত্যতা যাচাই করতে দ্য ওয়ালের তরফে স্যান্ডির সঙ্গে যোগাযোগ করা হলে জানান, বাদ পড়েছেন তিনি। তাঁর কথায়, "খুব খারাপ লাগছে। আমি সেদিন গাড়িতেও ছিলাম না। যা হল তা অনৈতিক।" জানা যাচ্ছে, সংশ্লিষ্ট ধারাবাহিকের তরফে বাদ দেওয়া হয়েছে ঋ সেনকেও। তাঁর বদলে অন্য অভিনেত্রীর খোঁজ চলছে। এও জানা যাচ্ছে, স্যান্ডির চরিত্রটিই আর নেই ধারাবাহিকটিতে।
রবিবার সকালে অর্থাৎ দুর্ঘটনার দিন ভিক্টো গাড়িতে ছিলেন সান বাংলার কার্যনির্বাহী পরিচালক শ্রিয়া বসু। অপ্রকৃতস্থ অবস্থায় তাঁর একাধিক ভিডিও এই মুহূর্তে ভাইরাল। তিনিও কি চাকরি খোয়ালেন? জানা যাচ্ছে, এ নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আলোচনা চলছে। জানিয়ে রাখা যাক, আরিয়ান ভৌমিক কিন্তু এখনও ওই ধারাবাহিকের হিরো। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। নিজের গাড়িতে নিজের ড্রাইভার নিয়ে আগেই ফিরে গিয়েছিলেন বলে খবর।
গত রবিবারের ঘটনা। ঠাকুরপুকুরের ভরা বাজার। আচমকাই সেখানে ঢুকে পড়ে এক কালো রঙের গাড়ি। এলোপাথাড়ি চালিয়ে দেয় রবিবারের সকালে বাজার করতে আসা আমজনতার উপর। সেই গাড়ির ধাক্কায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক জনের। ড্রাইভার সিটে ছিলেন ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। সহযাত্রীর আসনে ছিলেন সান বাংলার কার্যনির্বাহী পরিচালক শ্রিয়া ও অভিনেত্রী ঋ। শ্রিয়া যে মদ্যপ অবস্থায় ছিলেন সেই প্রমাণ ভাইরাল ভিডিওতে আগেই মিলেছে। যদিও দ্য ওয়াল সহ একাধিক সংবাদমাধ্যমে ঋ দাবি করেছেন, তিনি মদ খান না। সেদিনও মদ খাননি।