শেষ আপডেট: 4th February 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: অমিতাভ বচ্চনের সঞ্চালনায় 'কৌন বনেগা ক্রোড়পতি' বরাবরই দর্শকের পছন্দের শো। তাঁর ব্যারিটোন ভয়েস ও ব্যক্তিত্বের জাদুতে মুগ্ধ হন ভক্তরা। তবে, কেবিসি-র মঞ্চে বারবারই প্রমাণ হয়েছে—বলিউডের শাহেনশা যেমন গুরুগম্ভীর, তেমনই হাস্যরসেও সমান পারদর্শী।
এবার কেবিসি ১৬-এর শেষ পর্বে কমেডিয়ান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সময় রায়নার সঙ্গে তাঁর খুনসুটি মন জয় করল দর্শকের। বিশেষত, রেখাকে নিয়ে সময়ের রসিকতায় একেবারে হেসে কুপোকাত অমিতাভ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সময় রায়না শো-এর মঞ্চে রেখা প্রসঙ্গে মজা করতে চান কি না, সে বিষয়ে অমিতাভের অনুমতি নেন।
বিগ বি হাসতে হাসতে বলেন, 'পুরো স্বাধীনতা তোমাকে!' এরপরই সময় জিজ্ঞাসা করেন, '''আপনার আর বৃত্তের (সার্কেল) মধ্যে কী মিল?' অমিতাভ জানতে চাইলে সময় সিরিয়াস মুখে বলেন, 'আপনাদের দুজনের কাছেই রেখা নেই!' সঙ্গে সঙ্গে শাহেনশার হাসি আর থামতেই চায় না। তবে ভিডিওটি আসল নাকি AI-এর মাধ্যমে তৈরি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে। অনেকে বলছেন, সময়ের কণ্ঠ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।
View this post on Instagram
এর আগেও, 'সূর্যবংশম' সিনেমা নিয়ে তাঁর একটি রসিকতা ভাইরাল হয়েছিল। সময় মজা করে বলেছিলেন, 'আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যে সিনেমাটি দেখেছি, সেটাই 'সূর্যবংশম'! কারণ, টিভিতে এটিই সবচেয়ে বেশি দেখানো হয়!' শুধু এখানেই শেষ নয়।
কেবিসি ১৬-এর মঞ্চে বিখ্যাত সংলাপ '''রিস্তে মে হাম তুমহারে বাপ লাগতে হ্যায়...'বলতে না বলতেই সময় রায়না বলে ওঠেন, 'আপনি তো আমাকে সন্তান বানিয়ে ফেললেন, এবার সম্পত্তির ভাগ দেবেন?' কমেডিয়ান সময়ের ধারাবাহিক রসিকতায় হাসি ধরে রাখতে পারেননি অমিতাভ নিজেও। এমনকী বিগ বি-কে বলতে শোনা গিয়েছে, তিনি গত ২৫ বছরে এতটা কবে হেসেছেন, তা তাঁর মনে পড়ে না।