শেষ আপডেট: 11th February 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট'’ শোয়ের একটি পর্বে ‘অশালীন’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রণবীর আল্লাবাদিয়ার (Ranveer Allahbadia) সময় রায়না (Samay Raina)। শুধুমাত্র লাইভ শো ও ইউটিউব চ্যানেল থেকেই কোটি কোটি টাকা আয় করেছেন তিনি।
সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সময়ের আয়ের মূলত চারটি উৎস রয়েছে। তার মধ্যে যেমন ইউটিউব, লাইভ কমেডি শো রয়েছে তেমনই রয়েছে ব্র্যান্ড ডিল থেকে শুরু করে এক্সক্লুসিভ কন্টেন্ট- যেখান থেকে কোটি কোটি টাকা উপার্জন করেন তিনি। রণবীর আল্লাবাদিয়ার ক্ষেত্রে সংখ্যাটা প্রায় এক।
কমিক্সটন সিজন-২ জিতে কৌতুক অভিনেতা হিসাবে সফর শুরু করেন সময়। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে যুগ্মভাবে জয়ী হন আকাশ গুপ্ত। জানা যায় এরপর ইউটিউবে দাবার লাইভ স্ট্রিমিং করে বহু ভারতীয়কে দাবা খেলায় অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেন।
যদিও কোভিডের সময় স্ট্যান্ডআপ ভিডিও এবং কমিক শর্টস বানিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। তবে ইন্ডিয়া’স গট ল্যাটেন্টের পর সময়কে আর পিছন ঘুরে তাকাতে হয়নি। রিপোর্ট অনুসারে সাময়ের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১৬.৫ মিলিয়ন ডলার। ভারতের হিসাবে যে সম্পত্তির পরিমাণ ১৪০ কোটি টাকা। তবে অনেক রিপোর্টে সেই সম্পত্তির পরিমাণ ১৯৫ কোটি টাকা বলে মনে করা হচ্ছে।
ইনস্টাগ্রামে রায়নার ৫.৯ মিলিয়ন এবং ইউটিউবে ৭.৩৩ মিলিয়ন সাবস্ক্রাইবার আছেন। তবে রণবীরের সম্পত্তির পরিমাণ অনেকটাই কম। জানা গিয়েছে তাঁর সম্পত্তির পরিমাণ ৭ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৬০ কোটি টাকা। সূত্রের খবর, শুধুমাত্র ইউটিউব এবং ব্যবসায়িক প্রমোশন করেই তিনি মাসে আয় করেন ৩৫ লাখ টাকা। রায়না ও আল্লাবাদিয়া দু’জনেরই ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া। সাময় প্রিন্টিং ও আল্লাবাদিয়া ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।
ঘটনার সূত্রপাত ইউটিউব-ভিত্তিক কমেডি শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট''-এ। সেখানে বিচারকের আসনে ছিলেন রণবীর আল্লাবাদিয়া, কমেডিয়ান সময় রায়না এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর অপূর্ব মুখিজা। শো-তে এক প্রতিযোগীকে রণবীর একটি অত্যন্ত আপত্তিকর প্রশ্ন করেন, যার সারমর্ম ছিল— সে কি আজীবন তার বাবা-মাকে সহবাস করতে দেখবে, নাকি নিজে একবার অংশ নিয়ে তা বন্ধ করবে?
এই প্রশ্ন শুনেই উপস্থিত বিচারক ও প্রতিযোগীরা হতবাক হয়ে যান। সময় রায়না তৎক্ষণাৎ মন্তব্য করেন, 'এই প্রশ্নগুলো আসলে রণবীরের বাতিল হওয়া পডকাস্টের প্রশ্ন।' শো-এর এই অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় প্রবল সমালোচনা। এটিকে অশ্লীল, অগ্রহণযোগ্য ও কুরুচিপূর্ণ বলে আখ্যা দেন বেশিরভাগ মানুষ। এবার তাঁদের আয়ের হিসাব দেখে রীতিমতো কপালে উঠল দেশবাসীর। যা সামনে আসতেই শুরু নয়া বিতর্ক।