রাজ নিডিমোরুর কাঁধে মাথা সামান্থার, প্রেম জল্পনার মাঝেই স্ত্রীর ইনস্টা স্টোরি ঘিরে চাঞ্চল্য। শ্যামালির বার্তা ঘিরে প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়।
ফাইল চিত্র
শেষ আপডেট: 15 May 2025 20:09
দ্য ওয়াল ব্যুরো: সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর ‘ঘনিষ্ঠতা’ নিয়ে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে যখন গুঞ্জন ছড়াচ্ছে, ঠিক তখনই সামনে এল রাজের স্ত্রী শ্যামালি দে-র এক ইনস্টাগ্রাম স্টোরি। সেখানে সরাসরি কারও নাম না করলেও, তাঁর বার্তা ঘিরেই এখন নতুন করে শুরু হয়েছে আলোচনা।
শ্যামালি বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “যাঁরা আমাকে মনে করেন, আমাকে দেখেন, আমাকে শোনেন, আমার কথা শোনেন, আমাকে বলেন, আমার সম্পর্কে কথা বলেন, আমার সম্পর্কে পড়েন, আমার সম্পর্কে লেখেন বা আজ আমাকে দেখেন—সবার জন্য আমি আশীর্বাদ ও ভালবাসা পাঠাচ্ছি।”
এই বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও তার একটা বিশেষ কারণও রয়েছে। কারণ, একই দিনে সামান্থা রুথ প্রভু তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে পরিচালক রাজ নিদিমোরুর কাঁধে মাথা রেখে বসে থাকতে দেখা যায় তাঁকে। প্লেনের মধ্যেই তোলা সেই সেলফি ঘিরে এখন অনলাইন দুনিয়ায় তোলপাড়।
সামান্থার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে আরও একটি ছবি ছিল, যেখানে ‘শুভম’ ছবির পুরো টিমের সঙ্গে রাজ ও সামান্থা পোজ দিচ্ছেন। কিন্তু দ্বিতীয় ছবিটি—যেখানে রাজের পাশে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যাচ্ছে সামান্থাকে—সেটিই বিশেষ নজর কেড়েছে নেটিজেনদের। যদিও এই সম্পর্কের বিষয়ে এখনও পর্যন্ত রাজ বা সামান্থা কেউই প্রকাশ্যে কিছু বলেননি, তবে অনেকেই মনে করছেন, ‘নীরবেই যেন সম্পর্কের ইঙ্গিত দিলেন সামান্থা’।
কে শ্যামালি দে?
এই জল্পনার মধ্যেই রাজ নিদিমোরুর ব্যক্তিগত জীবনও উঠে এসেছে আলোচনায়। জানা গিয়েছে, ২০১৫ সালে রাজ বিয়ে করেন শ্যামালিকে। তাঁদের একটি কন্যাসন্তানও আছে। শ্যামালি মনোবিজ্ঞানে স্নাতক এবং চলচ্চিত্র জগতে একাধিক পরিচিত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। রাকেশ ওমপ্রকাশ মেহরা ও বিশাল ভরদ্বাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও প্রতিষ্ঠিত। ‘রং দে বাসন্তী’, ‘ওমকারা’, ও ‘এক নদীর গল্প’-র মতো ছবিতে তিনি ছিলেন সৃজনশীল পরামর্শদাতা।
এক সাক্ষাৎকারে রাজ নিডিমোরু স্বীকার করেছিলেন, শ্যামালি বহু বার তাঁর সিনেমার কাস্টিংয়ে সাহায্য করেছেন। উল্লেখযোগ্যভাবে সামান্থা রুথ প্রভু ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘সিটাডেল’ সহ একাধিক প্রোজেক্টে রাজ ও ডি কে-র সঙ্গে কাজ করেছেন। যদিও এই মুহূর্তে কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে সামান্থা ও রাজের ইনস্টাগ্রাম পোস্ট, আর শ্যামালির চিন্তাশীল বার্তা মিলিয়ে গিয়ে নেটদুনিয়ায় তৈরি হয়েছে এক নতুন জল্পনার স্রোত।