রাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু—এমনটাই বলছে বলিউডের অন্দরমহল।
সামান্থা ও রাজ
শেষ আপডেট: 17 May 2025 21:47
দ্য ওয়াল ব্যুরো: নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেটে গেছে প্রায় চার বছর। প্রাক্তনের জীবন এখন শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন অধ্যায়ে—সোশাল মিডিয়ায় তাঁদের দাম্পত্য সুখের চিত্র প্রায়শই উঠে আসে। কিন্তু সামান্থা রুথ প্রভুর জীবনেও কি এসেছে নতুন আলো?
টলিউড এবং বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। এই জল্পনা তীব্রতর হয়েছে সম্প্রতি সামান্থার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে—নিজের প্রযোজনায় তৈরি ছবি ‘শুভম’-এর সাফল্য উদ্যাপন করতে গিয়ে রাজের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় ধরা দিলেন নায়িকা।
তবে শুধুই ছবি নয়, বলিউডের একাধিক সূত্র বলছে, রাজ-সামান্থার সম্পর্ক এখন অনেকটাই গভীরে পৌঁছেছে। এমনকি একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন তাঁরা। সেই ঠিকানা খোঁজার কাজও চলছে নাকি জোরকদমে। গতমাসে তিরুমালা মন্দিরে একসঙ্গে পুজো দিতে যাওয়া তো ছিলই, যা থেকেই বহু অনুরাগীর মনে গেঁথে যায়—এ সম্পর্ক আর শুধুই বন্ধুত্বে সীমাবদ্ধ নয়।
তবে এইসব খবরের মাঝেই সামান্থার ম্যানেজার একেবারে সাফ জানিয়েছেন—"সবই গুজব, বাস্তবে এর কিছুই হচ্ছে না।" যদিও সিনেপ্রেমীরা জানেন, সম্পর্কের শুরুতে তারকারা অনেকসময়েই মুখ খোলেন না। নেটিজেনদের একাংশ বলছেন, বিগত সম্পর্ককে সম্মান জানিয়ে হয়তো আপাতত চুপ থাকতে চাইছেন সামান্থা।