সলমন খানের নতুন ছবি সিকান্দারের অগ্রিম টিকিট বিক্রিতে আশায় বলিউড
শেষ আপডেট: 28th March 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan) অভিনীত অ্যাকশন-ড্রামা (Action Drama) সিকান্দার (Sikandar) মুক্তির আগেই ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ছবিটি প্রেক্ষাগৃহে (Theatrical release) আসতে চলেছে ৩০ মার্চ। ছবিমুক্তির তিন দিন আগে থেকেই বক্স অফিসে (Box office) রীতিমতো সাড়া পড়ে গেছে। ইতিমধ্যেই ৯.৩০ কোটি টাকার অগ্রিম বুকিং (Advance booking) সেরে ফেলেছেন অনুরাগীরা। খুব তাড়াতাড়ি যে তা ১০ কোটির (10 crores) ঘরে এসে যাবে ভাইজানের সিকান্দার, তা বলার অপেক্ষা রাখে না।
বুধবার থেকে অগ্রিম টিকিট বুকিং (Advance booking) শুরু হওয়া থেকে সিনেপ্রেমীদের চোখ বক্স অফিসের দিকে। হিসেব বলছে, ২ডি শোয়ে ২.৮১ কোটি যা এখন ছুঁয়েছে ৩.৯৫। আইম্যাক্স স্ক্রিনিংয়ের সংখ্যা করলে, সেটাও প্রায় ৩.৯৮ কোটি। মহারাষ্ট্র, দিল্লিতে বেশি ব্যবসা করতে চলেছে সিকান্দার।
উল্লেখ্য, ছবি কী পরিমাণ ব্যবসা করতে পারে তা অনেকাংশে নির্ভর করে টিকিটের দামের (Ticket price) ওপরও। বড় বড় মেট্রো শহরগুলিতে টিকিটের দাম তুলনায় অনেকটাই বেশি। টিকিটের চাহিদায় দাম কোথাও ২ হাজার ছুঁয়েছে, কোথাও তা ১৯০০। সিঙ্গল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০-এর ঘরে। তা সত্ত্বেও ভাইজানের প্রতি ভালবাসা একটুও কমেনি ভক্তদের। ইদ (Eid) আসছে, এমন সময় বড় পর্দায় প্রিয় অভিনেতাকে দেখতে উৎসাহী অনুরাগীরা।
পরিচালক এ আর মুরুগাদোসের নতুন ছবি সিকান্দারে সুপারস্টার সলমন খানের পাশাপাশি পর্দায় দেখা যাবে রশ্মিকা মান্দানা (Rashmika Mandana), কাজল আগরওয়াল (Kajal Agarwal), শরমন জোশীকেও (Sharman Joshi)। টিকিটের চাহিদা দেখে আশার মুখ দেখছে বলিউড (Bollywood)। শুরুর সপ্তাহান্তেই ছবিটি খুব ভাল ব্যবসা করবে, অনুমান বক্স অফিস বিশেষজ্ঞদের।