শেষ আপডেট: 22nd March 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: ‘শত্রুদের ত্রাস, দুঃস্থদের রবিনহুড’— এই পরিচিত সত্তা নিয়েই বড় পর্দায় ফিরছেন সলমন খান। ৩০ মার্চ মুক্তি পাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালা ও এ আর মুরুগাদোসের ছবি ‘সিকান্দার’। অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যেই আশাব্যঞ্জক, অনুরাগীদের উন্মাদনাও তুঙ্গে। তবু ছবির প্রচারে কোথাও দেখা মিলছে না ভাইজানের। একেবারে অন্তরালে বলিউড সুপারস্টার!
গুঞ্জন, বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণেই প্রচার এড়িয়ে চলছেন সলমন। ২০২৪ সালজুড়ে নিরাপত্তাহীনতায় ভুগেছেন তিনি ও তাঁর পরিবার। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এরপর থেকেই কড়া নিরাপত্তাবলয়ে ঢেকে ফেলা হয়েছে তাঁর বাসভবন। দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়িই এখন তাঁর যাতায়াতের প্রধান মাধ্যম, সঙ্গে রয়েছে ওয়াই-প্লাস ক্যাটেগরির নিরাপত্তা।
শুটিং ফ্লোরেও নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা হয়েছিল। প্রথমদিকে অতিরিক্ত সতর্কতা অন্য শিল্পীদের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। এবার ছবির প্রচারের ক্ষেত্রেও সেই একই পদ্ধতি অনুসরণ করছেন সলমন। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানও বাতিল করা হয় শুধুমাত্র নিরাপত্তার খাতিরে।
গত ১৪ মার্চ আমির খানের জন্মদিনের আগের রাতে তাঁর বাড়িতে দেখা গিয়েছিল সলমনকে। তারপর থেকে আর প্রকাশ্যে আসেননি তিনি। তবে কি এবার সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমেই ছবির প্রচার সারবেন ভাইজান? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে!