Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
salman-vicky kaushal

ভিকির কাছে গো হারা হারলেন ‘সিকন্দর’ সলমন

২০০ কোটির বিশাল বাজেটের ছবি। ম্যাগনাম ওপাস। কিন্তু ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সিকন্দর’-এর ভবিষ্যৎ এত দ্রুত অবনতির পথে এগোচ্ছে যা কল্পনারও অতীত।

ভিকির কাছে গো হারা হারলেন ‘সিকন্দর’ সলমন

সলমন-ভিকি-ক্যাটরিনা

শেষ আপডেট: 1 April 2025 10:03

দ্য ওয়াল ব্যুরো: ২০০ কোটির বিশাল বাজেটের ছবি। ম্যাগনাম ওপাস। কিন্তু ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সিকন্দর’-এর ভবিষ্যৎ এত দ্রুত অবনতির পথে এগোচ্ছে যা কল্পনারও অতীত। কিন্তু এই পবিত্র ঈদই ছিল সলমন খানের সিনেগ্রাফির ট্রাম্প কার্ড। ঈদেই রিলিজ করে ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’-এর মতো ছবি। বক্সঅফিসেও ছিল ব্লকবাস্টার। কিন্তু গত কয়েক বছর ধরে ভাগ্য একেবারে সঙ্গতে নেই ভাইজানের। চলতি বছরেও অন্যথা হল না।

বহুল প্রতীক্ষিত ছবি এ আর মুরগাদোস পরিচালিত ‘সিকন্দর’ও উৎসবের মরশুমেও, প্রথম দিনের আয়ের নিরিখে ভিকি কৌশলের ছবি ‘ছাভা’কে টেক্কা দিতে পারল না। প্রথম শুক্রবারে ৩১ কোটি আয় করে 'ছাভা' ঠিক সেখানে, ‘সিকন্দর’-এর প্রথম দিনে মাত্র ২৬ কোটি লাভ করতে পেরেছে।

শুধু তাই নয় সিনেবোদ্ধারা বলছেন ‘সিকন্দর’-এর জন্য বড় ধাক্কা ছিল ছবির পাইরেসি। মুক্তির আগের রাতে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবি। তাঁদের অনুমান যা বক্সঅফিস আয়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পাইরেসি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে থেকে গিয়েছে, যার ফলে প্রায়শই ক্ষতির মুখে পড়ছেন ছবির প্রযোজক। বিশেষ করে ‘সিকন্দর’-এর মতো বড় সিনেমাগুলোর অর্থভাগ্য, প্রাথমিকভাবে দর্শকদের উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে।

অন্যদিকে, ‘ছাভা’ ছবিটি ঐতিহাসিক আখ্যান। যা দর্শকদের অনুপ্রাণিত করেছে। ভিকি কৌশলের শক্তিশালী অভিনয় এবং দেশাত্মবোধকের সুর ছবিটির সাফল্যে সাহায্য করেছে, অন্যদিকে ‘সিকন্দর’-এ সলমন খানের একই ভাবে উত্তেজনা তৈরি করার চেষ্টা চালিয়েছেন প্রেক্ষাগৃহে।

‘সিকন্দর’-এর আসল পরীক্ষা হবে আগামী দিনে। যদি ঈদের সপ্তাহান্তে উল্লেখযোগ্যভাবে অর্থবৃদ্ধি হতে থাকে এবং সপ্তাহজুড়ে ঠিকঠাকভাবে এগতে থাকে। তবে এটি বড় সাফল্য হিসাবে ফিরতে পারে। তবে, আপাতত, ভিকি কৌশলের ‘ছাভা’ ২০২৫ সালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। স্টারডম এবং ঈদমুক্তি সত্ত্বেও ‘সিকন্দর’ এখনও পিছনের আসনেই।


ভিডিও স্টোরি