শেষ আপডেট: 31st January 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: দিন দুয়েক আগে শুটিং চলাকালীন সেটে গুরুতর জখম হয়েছিলেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং। এবার পথ দুর্ঘটনায় আহত হলেন সলমন খানের 'রাখি বোন' শ্বেতা রোহিরা, যিনি আবার অভিনেতা পুলকিত সম্রাটের রাখী বোন। হাড়গোড় ভেঙে গিয়েছে তাঁর। ঠোঁট-মুখ ফেটে একাকার। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি শ্বেতা। অবস্থা স্থিতিশীল হলেও বিপদ কাটেনি।
খানিক ধাতস্থ হয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন শ্বেতা। সেখানেই তিনি জানিয়েছেন,'কাল হো না হো' গান গাইছিলেন তিনি। হঠাৎ করেই এক বাইক এসে ধাক্কা মারে তাঁকে। ছিটকে পড়েন শ্বেতা। কিছু বোঝার আগেই গোটা শরীরে অসহ্য যন্ত্রণা। জ্ঞান হারান শ্বেতা। জ্ঞান ফিরলে দেখেন হাসপাতালে বিছানায় শুয়ে রয়েছেন তিনি।
বেশ কিছু ছবিও শেয়ার করেছেন হাসপাতাল থেকেই। হাত-পা ভেঙে গিয়েছে। গোটা শরীরে ক্ষত। ঠোঁটের অবস্থা বেশ খারা। সারা গায়ে প্লাস্টার। তিনি লেখেন, "হাসপাতালের বিছানায় আমাকে হাম্পটি ডাম্পটি লাগতে পারে কিন্তু আরও শক্তিশালী হয়ে আমি ফিরে আসব। অন্য কোনও গান নিয়ে ফিরে আসবই আমি।"
শ্বেতা ও সলমনের রক্তের সম্পর্ক নেই। রয়েছে আত্মিক টান। প্রতি বছর নিয়ম করে সলমনকে রাখী পরান শ্বেতা। ২০১৪ সালে অভিনেতা পুলকিত শর্মাকে বিয়ে করেন শ্বেতা। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই গর্ভপাত হয় শ্বেতার। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
আর এই সময়েই পুলকিতের সখ্য গড়ে ওঠে ইয়ামি গৌতমের সঙ্গে। শোনা যায়, শ্বেতাকে ডিভোর্স দেওয়ার জন্য পুলকিতকে জোরও করতে থাকেন ইয়ামি। এক পর্যায়ে বিচ্ছেদও হয়ে যায় তাঁদের। যদিও পরবর্তীতে বিচ্ছেদ হয়ে যায় ইয়ামি ও পুলকিতেরও। ২০২৪ সালে অভিনেত্রী কৃতী খারবান্দাকে বিয়ে করেন পুলকিত।