Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
Salman Khan’s Party

সলমনের পার্টিতে একগাদা রাশিয়ান! চলতে থাকে মদ্যপান, ভদকা খেয়ে ভাইজান সেদিন রাতে...

সলমনের পার্টিতে একগাদা রাশিয়ান! চলতে থাকে মদ্যপান, ভদকা খেয়ে ভাইজান সেদিন রাতে...

শুরু হয় টানা ভদকা খাওয়ার লড়াই। রাতভর চলতে থাকে মদ্যপান। তাঁরা প্রমাণ করতে চাইছিলেন, রাশিয়ানদের মতো মদ্যপান কেউ পারে না।

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক ছবি 'লাকি: নো টাইম ফর লাভ'–এর শুটিং চলাকালীন এক মজার ঘটনা মনে করলেন ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপরু। সম্প্রতি হিন্দি রাশ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁরা জানান, শুটিংয়ের সময় সলমন খান একটি পার্টি দিয়েছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত রাশিয়ার একটি টেকনিক্যাল টিমও।

পরিচালক তাঁদের আগেই সাবধান করেছিলেন, “সকালবেলা কাজে আসতে হলে, এই পার্টিতে যেও না। এটা সলমন খানের পার্টি—খুব সহজ নয়!” কিন্তু রুশ কর্মীরা মানতে নারাজ ছিলেন। বলেন, “আমরা রাশিয়ান। আমাদের কেউ ভদকা খাওয়ায় হারাতে পারবে না।” সেই আত্মবিশ্বাস নিয়ে তাঁরা হাজির হন পার্টিতে।


শুরু হয় টানা ভদকা খাওয়ার লড়াই। রাতভর চলতে থাকে মদ্যপান। তাঁরা প্রমাণ করতে চাইছিলেন, রাশিয়ানদের মতো মদ্যপান কেউ পারে না। কয়েকঘণ্টার মধ্যেই তাদের মাথা ঘুরতে থাকে। এদিকে সলমন সারা রাত একইভাবে বসে মদ খেতে থাকে। পরের দিন সকালে দেখা যায়, প্রায় অর্ধেক রুশ কর্মী দেরি করে সেটে পৌঁছেছেন, কেউ কেউ মাথা ধরে বসে আছেন, কেউ আবার সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়েছেন।

অথচ সলমন একদম সময়মতো শুটিং সেটে হাজির, পুরোপুরি ফিট আর একেবারে ফুরফুরে। রুশ কর্মীরা নিজেরাই স্বীকার করেন, “ওঁর শরীরে একটুও হ্যাংওভার ছিল না। আমরা সবাই নাস্তানাবুদ, আর উনি ছিলেন একদম ফুরফুরে মেজাজে। সত্যিই কথা বলে সলমনকে দেখে সবাই বেশ অবাকও হয়েছিল সেদিন সকালে।" ছবিটিতে সালমানের বিপরীতে ছিলেন স্নেহা উল্লাল। পরিচালনা করেছিলেন রাধিকা রাও ও বিনয় সাপরু।
 


ভিডিও স্টোরি