শুরু হয় টানা ভদকা খাওয়ার লড়াই। রাতভর চলতে থাকে মদ্যপান। তাঁরা প্রমাণ করতে চাইছিলেন, রাশিয়ানদের মতো মদ্যপান কেউ পারে না।
শেষ আপডেট: 14 May 2025 15:32
দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক ছবি 'লাকি: নো টাইম ফর লাভ'–এর শুটিং চলাকালীন এক মজার ঘটনা মনে করলেন ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপরু। সম্প্রতি হিন্দি রাশ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁরা জানান, শুটিংয়ের সময় সলমন খান একটি পার্টি দিয়েছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত রাশিয়ার একটি টেকনিক্যাল টিমও।
পরিচালক তাঁদের আগেই সাবধান করেছিলেন, “সকালবেলা কাজে আসতে হলে, এই পার্টিতে যেও না। এটা সলমন খানের পার্টি—খুব সহজ নয়!” কিন্তু রুশ কর্মীরা মানতে নারাজ ছিলেন। বলেন, “আমরা রাশিয়ান। আমাদের কেউ ভদকা খাওয়ায় হারাতে পারবে না।” সেই আত্মবিশ্বাস নিয়ে তাঁরা হাজির হন পার্টিতে।
অথচ সলমন একদম সময়মতো শুটিং সেটে হাজির, পুরোপুরি ফিট আর একেবারে ফুরফুরে। রুশ কর্মীরা নিজেরাই স্বীকার করেন, “ওঁর শরীরে একটুও হ্যাংওভার ছিল না। আমরা সবাই নাস্তানাবুদ, আর উনি ছিলেন একদম ফুরফুরে মেজাজে। সত্যিই কথা বলে সলমনকে দেখে সবাই বেশ অবাকও হয়েছিল সেদিন সকালে।" ছবিটিতে সালমানের বিপরীতে ছিলেন স্নেহা উল্লাল। পরিচালনা করেছিলেন রাধিকা রাও ও বিনয় সাপরু।