শেষ আপডেট: 18th February 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সুপারস্টার সলমন খানের আগামী ছবি 'সিকান্দার' নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তরা এই ছবির বিষয়ে জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই অ্যাকশন থ্রিলার ছবির মাধ্যমে ভাইজান তার ক্যারিয়ারের একটি নতুন দিক উন্মোচন করতে যাচ্ছেন। এবং 'সিকান্দার' তাঁর ভক্তদের জন্য একটি বিশেষ উপহার হতে চলেছে।
ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সম্প্রতি ছবির নতুন পোস্টার প্রকাশ করেছেন, যেখানে সলমন খানকে গম্ভীর রূপে দেখা যাচ্ছে। পোস্টারটি প্রকাশের মাধ্যমে সলমনের চরিত্রের এক ঝলক ভক্তদের সামনে এসেছে, যা তাদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Sikandar On Eid#SajidNadiadwala’s #Sikandar
— Salman Khan (@BeingSalmanKhan) February 18, 2025
Directed by @ARMurugadoss
@iamRashmika @DOP_Tirru @ipritamofficial @Music_Santhosh @NGEMovies @WardaNadiadwala @ZeeMusicCompany @PenMovies #SikandarEid2025 pic.twitter.com/N3Wxh6EkOH
সাজিদ নাদিয়াদওয়ালা তাঁর জন্মদিনের বিশেষ দিনে ছবির নতুন পোস্টারটি সামনে এসেছেন। প্রোডাকশন হাউস থেকে জানানো হয়, 'আমাদের প্রিয় ভক্তদের ধৈর্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। #SajidNadiadwala-এর জন্মদিন উপলক্ষে, সিকান্দার যে ভালবাসা পেয়েছে, তার পরেও আমরা আপনাদের জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি!'
২৭ ফেব্রুয়ারিতে ছবির জন্য একটি বড় চমক আসবে, এমনটাই জানিয়েছেন নির্মাতারা। ফলে তা যে ভক্তদের আরও আগ্রহী করে তুলেছে, বলার অপেক্ষা রাখে না। প্রথম টিজার এবং পোস্টার মুক্তির পর থেকেই ছবির প্রতি ভক্তদের উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। তবে ছবির নির্মাতারা গল্পের অনেক দিক গোপন রেখেছেন, যা আরও বেশি কৌতূহল তৈরি করছে। 'সিকান্দার' আগামী ২০২৫ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে।
এই ছবিতে সলমন খান ও রশ্মিকা মান্দান্না একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং মুরুগাদোস পরিচালিত এই ছবি দর্শকদের জন্য এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিতে চলেছে।