শেষ আপডেট: 14th October 2024 22:00
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি ছাড়াও বিষ্ণোই গ্যাংয়ের হিট লিস্টে রয়েছে আরও একাধিক নাম! সোমবার সেই তালিকাই প্রকাশ করল এনআইএ। গুজরাতের সবরমতী জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নিজেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তাদের গোপন অপারেশনের বিষয়ে জানিয়েছে বলে সূত্রের খবর।
এনআইএ জানিয়েছে, বলিউড অভিনেতা সলমন খানই ছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রধান টার্গেট। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ খুনে অভিযুক্ত হওয়ার পর সম্পাত নেহরা নামে এক গুণ্ডাকে ভাইজানের মুম্বইয়ের বাড়িতে পাঠিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাং।
যদিও পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ায় তাদের সব প্ল্যান ভেস্তে যায়। চলতি বছরের শুরুর দিকে ফের অভিনেতাকে প্রাণে মারতে ওই গ্যাংয়ের একদল গুলি চালায় বলে অভিযোগ।
এছাড়াও তাদের হিটলিস্টে রয়েছে গায়ক সিধু মুসেওয়ালার ম্যানেজার শগনপ্রীত সিংও। কারণ তিনি লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী ভিকি মিদুখেরার হত্যাকারীদের আশ্রয় দিয়েছিলেন।
তালিকায় নাম উঠে এসেছে গ্যাংস্টার কৌশল চৌধুরীর নামও। রিপোর্টে দাবি করা হয়েছে দেশের ১১ রাজ্যে বিষ্ণোই গ্যাংয়ের ৭০০-রও বেশি শুট্যার রয়েছে।
শনিবার রাতে ছেলে জিশান সিদ্দিকির অফিস থেকে বেরোনোর সময় গুলিবিদ্ধ হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। খুনের দায়ভার নেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। গ্রেফতার করা হয় ২ আততায়ীকে। তাদের জিজ্ঞাসাবাদের পর উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
সোমবার সকালে পুলিশের তরফে জানানো হয়, শুধু বাবা সিদ্দিকি নয়, তাঁর ছেলে জিশানও রয়েছে বিষ্ণোইদের হিটলিস্টে। দু'জনকে একসঙ্গে খুনের সুপারি পেয়েছিল তারা। এবার এনআইএ-র প্রকাশিত তথ্যে নয়া চাঞ্চল্য ছড়াল।