Latest News

‘মন্নত’ থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়ার কথা ছিল সলমনেরই, কীভাবে পৌঁছলেন শাহরুখ

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ (Shah Rukh Khan) ও সলমন (Salman Khan)- এই দুই তারকার বন্ধুত্বের কথা বলিউডে সর্বজনবিদিত। মাঝে একটা দীর্ঘ সময় একে অপরের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও পরে আবার তা ঠিক হয়ে যায়। সিনেমার মতো বাস্তবেও করণ আর অর্জুন ফের মিলে যান। আরবাজ-সোহেলের মতো শাহরুখকেও নিজের ভাই বলেই পরিচয় দেন সলমন। কিন্তু জানেন কি, এই শাহরুখেরই একটি প্রিয় জিনিস সলমনের কাছেই এসেছিল। কিন্তু ‘ভাইজান’ সেই সুযোগ হেলায় হারিয়েছিলেন, যা পরে লুফে নেন ‘বাদশা’।

এই জিনিসটি হলো ‘মন্নত’ (Mannat)। বান্দ্রায় শাহরুখের স্বপ্নের সেই বাংলো কেনার অফার প্রথম গিয়েছিল সলমনের কাছেই। সম্প্রতি এই কথা একটি সাক্ষাৎকারে ফাঁস করেছেন সলমন। তিনি জানান, ‘প্রথমে মন্নত কেনার অফার এসেছিল আমার কাছেই। কিন্তু আমি সেটি কিনিনি। পরে শুনলাম শাহরুখ সেই বাংলোটি কিনে নিয়েছে। নিজে কিনতে না পারায় যেমন দুঃখ পেয়েছিলাম, তেমনই শাহরুখ মন্নতের মালিক হওয়ায় দ্বিগুণ আনন্দ পেয়েছিলাম।’

আমিরের পর এবার বয়কটের মুখে আলিয়া! গার্হস্থ্য হিংসা প্রচারের অভিযোগ

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় যেমন সলমনের একটি কথা ফাঁস করেন শাহরুখ। বলেন, তাঁর পরবর্তী ছবি ‘পাঠান’-এর একটি গানে ক্যামিও করতে পারেন ‘ভাইজান’। এর আগেও একে অপরের সিনেমায় ক্যামিও করেছেন দুজনে। এবার ফের সেই দৃশ্যের সাক্ষী থাকবেন ভক্তরা। এই কথা জানানোর পর পাল্টা সলমনও এতবছরের গোপন কথা জানিয়ে দেন সবাইকে।

‘ভাইজান’ বলেন, ‘শাহরুখের মন্নত কেনার অফার প্রথম আমার কাছেই আসে। আমি প্রথমে রাজি না হলেও পরে কেনার কথা ভেবেছিলাম। এমন সময় আমার বাবা (সেলিম খান) আমাকে এসে বলেন, এত বড় বাড়িতে আমরা এই ক’জন মানুষ কী করব! বাবার কথা শুনে বাংলোটি আর কেনা হয়নি। পরে শুনলাম শাহরুখ সেই বাড়িটি কিনেছে। শুনে খুশি হয়েছিলাম। এখন আমি জানতে চাই, অত বড় বাংলোয় ওঁরা পাঁচজন মানুষ কী করে!’

এই গল্প জানার পর একটা কথা বলাই যায় যে, ‘মন্নত’ থেকে হয়তো নিজের জন্মদিনে কিংবা ইদে ভক্তদের উদ্দেশে হাত নাড়তেন সলমন খানই। কিন্তু নিজেই সেই সুযোগ হারিয়েছিলেন, যার ফলে স্বপ্নপূরণ হয় শাহরুখের।

You might also like