শেষ আপডেট: 28th January 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার সলমন খানকে হঠাৎই মুম্বইয়ের একটি ব্যস্ত রেলস্টেশনে তাঁর আসন্ন ছবি 'সিকন্দর'-এর শুটিং করতে দেখা গেল। শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা সলমনের ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। নেই সঙ্গে ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
এক টুইটে ভক্ত লিখেছেন, ‘অপ্রতিরোধ্য, সাহসী এবং বিশাল এক ব্যক্তিত্ব। সলমন খান হলেন করিশ্মা ও শক্তির জীবন্ত উদাহরণ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এআর মুরুগাদোস আমাদের জন্য এক হাজার কোটি টাকার সিনেমা নিয়ে আসছেন।’ একজন ভক্ত আরও বলেছেন, ‘আজ রেলস্টেশনে সিকন্দরের শুটিং সেটে সলমনের উপস্থিতি অবিশ্বাস্য!’
এর আগেও সিকন্দর সিনেমার শুটিংয়ের একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যেখানে সলমন খানকে একটি কালো হলুদ ট্যাক্সি থেকে নামতে দেখা গিয়েছিল। সে সময় সলমনকে ঘিরে ছিলেন উন্মাদ দর্শকরা, আর তিনি পরেছিলেন ডেনিম জিন্স এবং নীল শার্ট।
Yesterday Night Salman Khan was shooting a scene at Railway station with so many crowded people's ????#Sikandar #SalmanKhan???? pic.twitter.com/XXCVO4UfzO
— Sal-Man (@BeingHuman_18) January 28, 2025
এআর মুরুগাদোস পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিকন্দর একটি অ্যাকশন থ্রিলার, যেখানে কাজল আগরওয়াল, রশ্মিকা মান্দানা, সত্যরাজ, শরমন জোশি এবং প্রতীক বব্বর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ২০২৫ সালের ২৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।