শেষ আপডেট: 28th January 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: সলমন খান, যাঁকে সবাই ভাইজান নামে চেনে। তাঁর জীবনে মাঝেমধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যা ভক্তদের জন্য অজানা নয়। একবার এক সাক্ষাৎকারে সলমন হাসতে হাসতে জানিয়েছিলেন, মাঝে মাঝে তিনি ঘর খুঁজে পান না। তিনি বলেন, বাড়িতে ফিরে এসে বুঝতেই পারেন না তাঁর ঘর কোনটা, কারণ মাঝে মাঝে তাঁর মা ঘরের সব কিছু এদিক থেকে ওদিক করে, সবটা পাল্টে ফেলেন।
সলমন খানের বাড়িতে তাঁর মা ও বাবা দুজনেই থাকেন, তবে বেশিরভাগ সময় অর্পিতা তাঁর ফার্মহাউসে থাকেন। সলমন বলছেন, যদিও তাঁর মায়ের হুকুম বেশিরভাগ সময় চলে না। তবে গ্যালাক্সিতে ঘর সাজানোর সিদ্ধান্ত একমাত্র তাঁর মায়ের। এসব বিষয় নিয়ে সলমন কখনও বিরক্ত হলেও, মায়ের এই অভ্যেসে তিনি প্রতিবাদ করেন না।
এছাড়া, সলমন খান প্রায়ই নানান জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেন এবং কখনও কখনও তাঁর মায়ের পরামর্শে ঘরের ইন্টেরিয়রও পরিবর্তন করেন। এসব কিছুই তিনি সচেতনভাবে জানেন না, তবে মাঝে মাঝে বাড়িতে ঢুকেই দেখেন ঘর বদলে গেছে। সলমন জানান, এসব বিষয় নিয়ে তিনি হাসতে হাসতে উড়িয়ে দেন, কিন্তু কখনও মায়ের বিশ্বাসকে অসম্মান করেন না।
বর্তমানে, নিরাপত্তা পরিস্থিতির কারণে সলমন খান গ্যালাক্সিতে থাকছেন এবং ছবির কাজে ব্যস্ত। এক সময় মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালানো বা গাড়ি চালিয়ে স্টুডিওতে যাওয়া খুব সাধারণ ব্যাপার ছিল, কিন্তু হত্যার হুমকি পাওয়ার পর থেকে তাঁর জীবনযাত্রা কিছুটা পরিবর্তিত হয়েছে। যদিও সলমন বাস্তু বা জ্যোতিষে বিশ্বাস করেন না, তবুও মায়ের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তা মান্য করেন।