ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে (KBC) এবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা!
'কৌন বনেগা ক্রোড়পতি'
শেষ আপডেট: 22 May 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে (KBC) এবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা! বলিউড হাঙ্গামা-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই জনপ্রিয় শো-এর ১৭তম সিজনে আর দেখা যাবে না অমিতাভ বচ্চনকে। তাঁর জায়গা নিতে পারেন ‘ভাইজান’ সলমন খান।
'News18 Showsha' -এর রিপোর্টে দাবি করা হয়েছে, কেবিসি নির্মাতাদের সঙ্গে সলমনের কথাবার্তা অনেকটাই এগিয়েছে। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের আগস্টে শুরু হতে চলা KBC সিজন ১৭-তে তিনিই সঞ্চালকের ভূমিকায় দেখা দেবেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, “ছোট পর্দায় সলমন খান নিজেই রাজা। গ্রামীণ বা ছোট শহরের দর্শকদের সঙ্গে যাঁর সম্পর্ক সবচেয়ে মজবুত। এর আগে শাহরুখ খানও কেবিসি সঞ্চালনা করেছিলেন। এখন যদি সব পরিকল্পনা ঠিকঠাক চলে, সলমন নতুন সঞ্চালক হিসেবে তুমুল আলোড়ন তুলবেন।”
সূত্র আরও জানায়, “ব্যক্তিগত কারণেই কেবিসি থেকে সরে দাঁড়াতে চলেছেন অমিতাভ বচ্চন। তাই তৈরি থাকুন, হয়তো খুব শিগগিরই সলমন খানকে দেখা যাবে ভারতের সবচেয়ে জনপ্রিয় কুইজ শোয়ের মঞ্চে।”
তবে অবাক করা ব্যাপার হল, গত ৪ এপ্রিল সোনি টিভির তরফে যে প্রোমো প্রকাশিত হয়েছিল, তাতে ছিলেন অমিতাভ বচ্চন নিজেই। একটি মজার স্কিটে 'পেটব্যথার রোগী'র ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে, যেখানে জানানো হয়েছিল কেবিসির রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং দর্শকরা Sony LIV অ্যাপ, এসএমএস বা আইভিআর কলের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। অবশ্য এখনও পর্যন্ত KBC 17-এর নির্দিষ্ট সম্প্রচারের দিনক্ষণ প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে আগস্টেই শোটি শুরু হবে।