বলিউডে তাঁরা পরিচিত ‘বন্ধু’ হিসেবেই—সলমন খান ও আমির খান। একসঙ্গে কাজ করেছেন পর্দায়, ব্যক্তিগত সম্পর্কও মজবুত।
সলমন খান ও আমির খান
শেষ আপডেট: 18 June 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তাঁরা পরিচিত ‘বন্ধু’ হিসেবেই—সলমন খান ও আমির খান। একসঙ্গে কাজ করেছেন পর্দায়, ব্যক্তিগত সম্পর্কও মজবুত। তবে বন্ধুত্বে মাঝেমধ্যেই ঠাট্টা-তামাশা যে চলেই, তার জলজ্যান্ত প্রমাণ মিলল ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন সিজনে। শো শুরু হওয়ার আগেই ভাইরাল সেই ঝলক, যেখানে সলমন খান খোঁচা দিচ্ছেন আমির খানের ব্যক্তিগত প্রেমজীবন নিয়ে।
নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন সিজনে সলমন হাজির হয়েছেন অতিথি হিসেবে। দীর্ঘদিন পর শোয়ে ফিরেছেন নভজ্যোৎ সিং সিধুও। আর এমন এক পর্বেই কপিল সলমনকে প্রশ্ন করেন, “আমির ভাই তো তাঁর নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, উনি থামছেন না, আর আপনি শুরুই করছেন না!” প্রশ্ন শুনেই হেসে ফেলেন ভাইজান। সঙ্গে সঙ্গে জবাব দেন, “আমির তো পারফেকশনিস্ট। যতদিন না বিয়েটাকে পারফেক্ট করে ফেলছে...”, বলে হেসে ফেলেন কপিল-সলমন দুজনেই। সাফ বোঝা যাচ্ছে, বন্ধুর প্রেম নিয়ে নিছক মজাই করেছেন ভাইজান, যদিও নেটপাড়ায় এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।
উল্লেখ্য, বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর সঙ্গে আমির খানের দীর্ঘদিনের বন্ধুত্ব। দু’দশকের বেশি সময়ের পরিচয় থাকলেও, তাঁদের ঘনিষ্ঠতা নতুন করে শুরু হয় কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর। গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রায় দেড় বছর আগে। তবে গোপনীয়তা বজায় রেখে চলছিলেন তাঁরা। অবশেষে চলতি বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন আমির।
তবে সলমনের মুখে এই রসিকতা যদি আমির ও গৌরীর কানে পৌঁছয়, তাঁদের প্রতিক্রিয়া কী হবে, সেটাই এখন দেখার। এর মধ্যেই ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন সিজন ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আর ভাইজান–মিস্টার পারফেকশনিস্টের এই ঠাট্টা এখন বিনোদনপ্রেমীদের অন্যতম চর্চার বিষয়।