শেষ আপডেট: 30th October 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো: ভয় দেখিয়ে টাকা হাতানোই ছিল উদ্দেশ্য! বলিউড অভিনেতা সলমন খানকে হুমকি ফোনের আসল রহস্য সামনে আনল মুম্বই পুলিশ। সূত্রের খবর, ২০ বছর বয়সি গুফরান খান ফোন করে ‘ভাইজানকে’ প্রাণে মারার হুমকি দেয়। ঘটনার তদন্তে নেমে নয়ডা থেকে অভিযুক্ত ট্যাটু শিল্পীকে গ্রেফতার করে পুলিশ। তারপরই অভিযুক্তকে জেরা করতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে আসে।
পুলিশ সূত্রে খবর, গুফরান নয়ডায় ট্যাটু আর্টিস্ট হিসেবে কাজ করেন। শুক্রবার সন্ধ্যায় প্রয়াত বাবা সিদ্দিকীর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর বান্দ্রার অফিসে একটি একটি হুমকি বার্তা আসে। পরে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
বিধায়কের অফিসের নম্বরে পাঠানো মেসেজে বলা হয়ে, সলমন খান এবং জিশান সিদ্দিকীর জন্য বড় বিপদ অপেক্ষা করছে। দ্রুত ২ কোটি টাকা না দিলে তাঁদের প্রাণে মারা হবে।
চিঠি দেখে তদন্তকারীরা অনুমান, দুজনকে কে খুন করতে চায় তা জানতে পারে অভিযুক্ত। সে কারণেই মেসেজ পেয়েই ওই নম্বর ট্রাক করে অভিযুক্ত ট্যাটু শিল্পীর সন্ধান মেলে। বর্তমানে গুফরানকে ট্রানজিট রিমান্ডে মুম্বই আনা হয়েছে।
জেরায় অভিযুক্ত জানিয়েছে, শুধুমাত্র টাকার জন্যই সে এমন কাজ করেছে। কিন্তু তার আগেই পুলিশ তাকে পাকড়াও করে। গুফরান আরও জানিয়েছে, শুধুমাত্র সলমন ও জিশান সিদ্দিকীকে ভয় দেখিয়ে টাকা হাতানোর তালে ছিল সে।
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে বান্দ্রার অফিসের কাছে গুলি করে খুন করা হয়। ঘটনার দায় স্বীকার করেছিল জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। তাঁর মৃত্যুর কয়েক সপ্তাহ পর এবার ছেলের কাছে হুমকি বার্তা আস্তেই শোরগোল পড়ে যায়। অন্যদিকে সলমনকেও গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার হুমকি দেওয়ার খবর সামনে এসেছে।