শেষ আপডেট: 7th March 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: সলমন খান (Salman Khan) সুপারস্টার। যিনি তার ৩০ বছরেরও বেশি কেরিয়ারে আইকনিক সব ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন। আপাতত,ভাইজান ঈদের অপেক্ষায়। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এআর মুরুগাদোস পরিচালিত ‘সিকন্দর’ ছবি মুক্তি পেতে চলেছে। সম্প্রতি সংবাদ মাধ্যমে উঠে এসেছে একটি বিশেষ খবর। ‘সিকন্দর’-এর আর্থিক বিবরণী!
সূত্রের খবর অনুযায়ী, ‘সিকন্দর’ ১৮০ কোটি টাকা বাজেটে তৈরি একটি ফিল্ম। যার মধ্যে পরিচালক এআর মুরুগাদোস এবং সুপারস্টার সলমনের (Salman Khan) পারিশ্রমিক ছাড়া প্রত্যেক অভিনেতার পারিশ্রমিক অন্তর্ভুক্ত রয়েছে। নির্মাতারা মুদ্রণ এবং প্রচারের জন্য ২০ কোটি টাকা আলাদা করে রেখেছেন, যার ফলে ছবি নির্মাণের মোট খরচ প্রায় ২০০ কোটি! স্যাটেলাইট, ডিজিটাল এবং মিউজিক প্ল্যাটফর্ম ‘সিকন্দর’ ছবিটিকে একটি প্রিমিয়াম চুক্তি দিয়েছে যা প্রায় ১৫০ কোটির কাছাকাছি।
ছবিটির ডিজিটাল আয় হতে পারে প্রায় ৮৫ কোটি টাকা, যা বক্স অফিসের পারফরম্যান্সের উপর নির্ভর করে ১০০ কোটি পর্যন্ত ছুঁতে পারে। স্যাটেলাইট ছবি রিলিজ করে প্রায় ৪০ কোটি টাকা আয় করেছে ছবি। এছাড়া মিউজিক্যাল স্বত্ব বিক্রি হয়েছে ২০ কোটিতে। সূত্রের খবর, সলমন তাঁর অভিনয়ের পারিশ্রমিক হিসেবে গোটা ডিজিটাল আয়ের অর্থ তুলবেন ঘরে, যার অঙ্ক প্রায় ১০০ কোটি! আজ যে সময়ে, যখন বেশিরভাগ নায়ককে পারিশ্রমিক কমাতে বলা হচ্ছে, তখন একজন অভিনেতার কাছে এত টাকার অঙ্ক সবচেয়ে বড় অ্যাডভান্স পারিশ্রমিক হতে চলেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, এমন নন থ্রিয়েট্রিক্যাল চুক্তি হার্ডকোর মেন স্ট্রিম ফিল্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল।
‘সিকন্দর’-এর প্রাথমিক বাজেট ছিল ৪০০ কোটি। যার মধ্যে ছিল সলমনের পারিশ্রমিকও। কিন্তু সলমনের নিরাপত্তাজনিত একাধিক কারণে ছবিটির ইন্টারন্যাশনাল এবং আউটডোর শুটিং বাতিল করা হয়। ছবির চিত্রনাট্যেও আসে পরিবর্তন। এবং বাজেট প্রায় ১০০ কোটি টাকা কমে যায়।
থিয়েট্রিক্যাল স্বত্ব অধিকার করেছে পেন মারুধর। এবং পরিবেশক ইতিমধ্যেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে অগ্রিম টাকা দিয়েছেন। বর্তমানে, ‘সিকন্দর’ একটি সেফ ভেঞ্চার বলে মনে করছে ট্রেড অ্যানালিস্টরা। যদি দেশের মাটিতেও এই ছবি ২০০ কোটি টাকা এবং আন্তর্জাতিকভাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে, তা হলে সলমনের গোটা পারিশ্রমিক উঠে আসবে। লক্ষীলাভ হবে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালরও।