শেষ আপডেট: 30th October 2024 11:53
দ্য ওয়াল ব্যুরো: ফের নিশানায় সলমন খান! মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে এল উড়ো ফোন। ২ কোটি টাকার দাবি জানানো হল সেই ফোনে। অনাদায়ে সলমনকে খুনের হুমকি। কে বা কারা এই ফোন করেছে সেই নিয়ে দ্রুত তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। একটি মামলাও এই মর্মে দায়ের করা হয়েছে।
বুধবার সকালে ফোনটি আসে মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোলের কাছে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন তারা। কিছুদিন আগেই প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে অর্থাৎ বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকি ও সলমনকে হুমকি দেওয়ার দায়ে দিল্লি থেকে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে বর্তমানে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে।
১২ অক্টোবর খুন হন এনসিপি (অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিকি। দায় ভার নেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। সলমন খানকে নিরাপত্তা দেওয়ার কারণেই খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন এই মন্ত্রী। এমনই দাবি করে ওই গ্যাং ম্যান। তারপরই বাড়ানো হয় সলমনের নিরাপত্তা। বর্তমানে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন তিনি। তিনি যেখানেই যাচ্ছেন, সঙ্গে রয়েছে একাধিক নিরাপত্তারক্ষী। সূত্রের খবর, শুধুমাত্র সলমনের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁর সঙ্গে ৬০ জন নিরাপত্তারক্ষীকে রাখা হয়েছে।
বলিউড তারকাকে চলতি বছর জুন মাসে খুনের চক্রান্ত করা হয়। মহারাষ্ট্রের পানভেলে সলমন খানের একটি খামারবাড়ি আছে। সেখানেই গাড়ি থামিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার ছক কষা হয়েছিল। তার আগে এপ্রিল মাসে গুলি চলেছিল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। জানা যায়, সেদিনও সলমনকে খুনের ছক কষা হয়েছিল। কিন্তু বন্দুক ঠিক না থাকায়, খুনের ছক বানচাল হয়। এর আগে বহুবার সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়েরই।
তবে, বুধবার সকালের উড়ো ফোন বিষ্ণোই গ্যাংয়েরই কি না তা এখনও স্পষ্ট নয়। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষ্ণোই গ্যাংয়ের তরফেও এমন কোনও দাবি করা হয়নি।