শেষ আপডেট: 7th January 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'সিকান্দর' সলমন খানের বাড়ির জানালা ও বারান্দায় বসল বুলেটপ্রুফ কাচ। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল এর আগেই খুনের হুমকি দিয়েছে 'দাবাং' অভিনেতা সলমনকে। যার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার খাতিরে সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা ঘিরে দেওয়া হয়েছে বুলেটপ্রুফ কাচে।
প্রসঙ্গত, গতকাল, সোমবারেই বিশেষ আদালতে বাবা সিদ্দিকি খুনের তদন্তের চার্জশিট জমা দিয়েছে মুম্বই পুলিশ। যাতে পুলিশ স্পষ্টতই দাবি করেছে যে, সলমন খানের সঙ্গে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির ঘনিষ্ঠতার কারণেই তাঁকে খুন করে বিষ্ণোইয়ের দল। চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে রয়েছে লরেন্সের ভাই আনমোল বিষ্ণোইয়ের নামও। এই চার্জশিটের ফলে সলমনেরও প্রাণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে গিয়েছে।
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা ও জানালায় বুলেটপ্রুফ বসানোর কাজের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, নির্মাণকর্মীরা বাড়ির বাইরে বারান্দার উপর বুলেটপ্রুফ কাচ বসানোর কাজ করছেন। এর আগে গত ২০২৪ সালের এপ্রিলে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালনার ঘটনা ঘটেছিল। তারপর থেকেই সলমনের নিরাপত্তা বাড়ানো হয়। লরেন্স বিষ্ণোই গ্যাং বেশ কয়েকবার সলমনকে খুনের হুমকি দিয়ে চলেছে লাগাতারভাবে। কৃষ্ণসার হরিণ (যাকে রাজস্থানে বিষ্ণোই সম্প্রদায় পুজো করে) শিকার করার অপরাধে সলমনকে 'মৃত্যুদণ্ড' দেয় লরেন্স বিষ্ণোই।
View this post on Instagram
নিরাপত্তার কারণেই কয়েক মাস আগে বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন 'ভাইজান'। এমনকী কয়েকদিন আগে তাঁর জন্মদিনের অনুষ্ঠানটিও নিতান্ত সাদামাঠাভাবে বোনের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। বাড়ির এই বারান্দা থেকেই ইদের দিন সলমন খান হাজার হাজার ভক্তকে শুভেচ্ছা জানান প্রতিবছর। এই বারান্দায় আগে একটি পর্দা লাগানো থাকত। কিন্তু এবার পুরোপুরি বুলেটপ্রুফ কাচে মুড়ে দেওয়ায় ভক্তরা ইদের দিন সম্ভবত দেখা পাবেন না সলমনের।