শেষ আপডেট: 19th September 2024 15:29
দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় বাচ্চাদের ভয় দেখানোর জন্য বাবা-মারা 'জুজু'র ভয় দেখাতো। এটা না করলে, জুজু আসবে, ওটা না করলে জুজু আসবে। সলমন খানকে কখনও এমনভাবে ভয় দেখানো হয়েছিল কিনা, কেউ জানে না। কিন্তু তাঁকে হয়তো এক জুজু এখনও তাড়া করে বেড়াচ্ছে! তবে এই জুজুর ক্ষমতা অনেক। শুধু সলমন নয়, তাকে ভয় পাচ্ছে অভিনেতার পরিবারও।
গত এপ্রিল মাসে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই হামলার ষড়যন্ত্রের পিছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই আছে বলেই জানা গেছিল। হামলাকারী দুজনকে 'মোটিভেট' করার জন্য লম্বা স্পিচ দিয়েছিল গ্যাংস্টারের ভাই আনমোল বলে জানিয়েছিল পুলিশ। সেই ঘটনার পর থেকে খান পরিবার যে কিছুটা ভীত তা স্বাভাবিক। এখন আবার লরেন্সের নাম করে ভয় দেখানো হল সলমনের বাবা সেলিম খানকে।
সকালবেলা মর্নিং ওয়াক সেরে কার্টার রোডের কাছে এক জায়গায় বসে ছিলেন সেলিম খান। এই সময়ে তাঁর সামনে এসে দাঁড়ায় একটি বাইক। তাতে বোরখা পরা এক মহিলা সওয়ার ছিলেন। তিনিই হঠাৎ সেলিম খানের সামনে ঝুঁকে বলেন, 'লরেন্স বিষ্ণোইকে ডাকব নাকি?' নামটা শুনেই চমকে যান সলমনের বাবা। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে ফোন করে বিষয়টি জানান। বান্দ্রা পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে।
সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনায় ভিকি গুপ্তা এবং সাগর পাল নামের দুই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। আরও একজন গ্রেফতার হয়েছিল সে পরে আত্মহত্যা করে। এদিকে পুলিশ জানতে পারে, শ্যুটারদের ৯ মিনিট ধরে অনেক কিছু বুঝিয়েছিল আনমোল বিষ্ণোই। তাদের আত্মবিশ্বাস বাড়াতে বলা হয়েছিল, এমন কাজ করলে তারা ইতিহাসের পাতায় নাম লেখাবে। তাদের 'মোটিভেট' করার জন্য ধর্মের নামেও বার্তা দিয়েছিল আনমোল। চার্জশিট অনুযায়ী, দুই শ্যুটারকে বলা হয়েছিল তারা এই কাজ করলে সমাজে পরিবর্তন আসবে। তাই কোনও ভয় পাওয়ার দরকার নেই।
২০২২ সাল থেকেই সলমন খানের বাড়িতে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল। লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার এই দুই সন্ত্রাসবাদীদের কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পরেই এই নিরাপত্তা বাড়ানো হয়। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে। তারপর থেকেই সুপারস্টারকে নিজের শত্রু হিসেবে মানে বিষ্ণোই।