শেষ আপডেট: 5th December 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের আজাদ ময়দানে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে দেবেন্দ্র ফড়ণভিশের। তাঁকে শপথপাঠ করালেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সেখানেই বসেছে চাঁদের হাট। মহারাষ্ট্রের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, সলমন খান সহ একাধিক তারকা। তবে নজর কাড়লেন বলিউডের 'দাবাং' সলমন খান। তারই বহু ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগেই এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয় বান্দ্রায়। এই ঘটনার সঙ্গে বিষ্ণোই গোষ্ঠীর নাম জড়িয়ে পড়ে। সলমনের উপর বিষ্ণোই গোষ্ঠীর ক্ষোভ দীর্ঘদিনের। সিদ্দিকি খুনের পর থেকেই নতুন করে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন সলমন। কখনও পাঁচ কোটি, কখনও দু’কোটি টাকা দাবি করা হয়েছে তাঁর কাছ থেকে।
সলমনের উপর বিষ্ণোই গোষ্ঠীর ক্ষোভ পুরনো। সলমন প্রতিদিন শুটিংয়ে সামিল হচ্ছেন প্রচুর নিরাপত্তারক্ষী নিয়ে। এদিকে নির্মাতারাও বিশেষভাবে সচেতন অভিনেতার নিরাপত্তা নিয়ে। মহারাষ্ট্র ভোটেও তাঁকে দেখা যায়নি। এক কথায় তিনি এতদিন কোনও সমাগমেই হাজির হচ্ছিলেন না। সেখানে অভিনেতাকে মহারাষ্ট্রের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখতে পেয়ে অবাক অধিকাংশ নেটিজেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অনেক অভিনেতাদের। দেবেন্দ্র ফড়ণভিশের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছেন শাহরুখ খান, সলমন খান। আজাদ ময়দানে তাঁদের দেখা হতেই দুই খান একে অপরকে জড়িয়ে ধরেন। এদিন দু'জনকেই কালো স্যুটে দেখা যায়। সঙ্গে কালো সানগ্লাস।
মূলত, ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার এবং চিঙ্কারা হত্যার অভিযোগ ওঠার পর থেকেই সলমনকে লাগাতার হুমকি দিয়ে আসছে এই গোষ্ঠী। বলিউড সুপারস্টারকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে এই গোষ্ঠীর তরফে। সলমন সেটা না করায় তাঁর উপর ক্ষোভ বাড়তে শুরু করে বিষ্ণোই গোষ্ঠী।