শেষ আপডেট: 27th March 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: সলমন-সঞ্জয় অনুরাগীদের জন্য সুখবর। বলিউড সুপারস্টার (Bollywood Superstar) সলমন খান (Salman Khan) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt) আবার ধরা দিতে চলেছেন একফ্রেমে, একস্ক্রিনে। তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবর কাঁপিয়েছে অনস্ক্রিন-অফস্ক্রিন। সাজন, চল মেরে ভাই-এর মতো ম্যাজিক আসতে চলেছে সিনেমার (Bollywood Movie) পর্দায়।
যদিও বিস্তারিত কোনও তথ্য এখনও সামনে আসেনি, তাও এই খবরে খুশির হাওয়া অনুরাগীমহলে। বলিউডের ইতিহাসে তাঁদের যে রেকর্ড রয়েছে, তাতে এই ‘পুনর্মিলন’ (Reunion) ঘিরে আশা বেড়ে চলেছে সবার।
অ্যাকশন নাকি ড্রামা- কী উপহার দিতে চলেছেন এই জুটি? পরিচালকই বা কে? কবে মুক্তি পাবে? এমন হাজারো প্রশ্ন দানা বাঁধছে আপাতত। সেইসব নিয়ে জল্পনা তুঙ্গে। সঞ্জয় দত্তকে দেখা যাবে ‘ভুতনি’তে, সঙ্গে রয়েছেন মৌনি রয় এবং সানি সিং। ছবিটি মুক্তি পাবে ১৮ এপ্রিল।
সলমন আসতে চলেছেন ‘সিকান্দারে’। এআর মুরুগাদোসের পরিচালনায় সিকান্দারে রয়েছেন রশ্মিকা মান্দানা, কাজল আগরওয়াল, সাথিয়ারাজ, শরমন জোশী, প্রতীক স্মিতা পাটিল। গোটা বিশ্ব অপেক্ষা করে আছে ৩০ মার্চ ভাইজানের নতুন ছবির জন্য।