সলমন-সঞ্জয়
শেষ আপডেট: 18 February 2025 10:41
দ্য ওয়াল ব্যুরো: ভাইজান (Salman Khan) এবং সঞ্জয় দত্তকে (Sanjay Dutt) যখন একই ছবিতে একসঙ্গে দেখা যা, তখন ঠিক কী হতে পারে? তাৎক্ষণিকভাবে প্রবল চাপানউতোরের জন্ম দেয়। এবার তেমনই এক খবরে বেশ শোরগোল সিনেমহলে। দুই অভিনেতা বলিউড ছেড়ে পা রাখছেন হলিউডে। যে সে ছবি নয়, তাও আবার থ্রিলারে দেখা যাবে জুটিকে। আন্তর্জাতিক প্রজেক্টের জন্য ক্যামিও চরিত্রে অভিনয় করে সৌদি আরবে পাড়ি দেবে দুই অভিনেতা। সূত্রের খবর, ছবির শুটিং সদ্য শুরু হয়েছে সৌদির আলউলা স্টুডিওজে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুটিং।
এক প্রতিবেদন অনুসারে, সলমন ও সঞ্জয়কে আমেরিকান থ্রিলারের এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে। এনডিএ (non disclosure agreement)-এর কারণে প্রোজেক্টের নাম গোপন রাখা হয়েছে। তবে সূত্রের খবর, বিশ্বব্যাপী দর্শকদের চোখ টানতেই তৈরি হচ্ছে এই ছবি। এও খবর, ‘সলমন এবং সঞ্জয়ের বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। অভিনেতাদের দৃশ্যগুলো এমনভাবেই তৈরি হচ্ছে যার প্রভাব দর্শকমনে থেকে যাবে।’
আন্তর্জাতিক প্রযোজকদের কাছে সৌদি আরবের আলউলা স্টুডিওজ বেশ পছন্দের শুটিং লোকেশন হয়ে উঠেছে। জেরার্ড বাটলারের কান্দাহার-এর (২০২৩) মতো হলিউড ছবিগুলোর শুটিং হয়েছে। সলমন-সঞ্জয় অভিনীত হলিউড থ্রিলারের সিনেম্যাটিক পটভূমি তৈরি করবে এই স্টুডিও। তিন দিনের শুটিং শুরু করতে রোববার সকালে সলমন খানের টিম রিয়াধে পৌঁছেছে বলে জানা গিয়েছে।
সলমন খান (Salman Khan) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt) বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জলওয়া’ (২০০২)। এই জুটিকে সবসময়ই দর্শকদের আকৃষ্ট করেছে। গত বছর, সঞ্জু-সল্লু জুটি ইন্দো-কানাডিয়ান র্যাপার ধিলনের 'ওল্ড মানি' গানে, দু’জনকে ফের একসঙ্গে দেখা যায়।
অন্যদিকে সলমনকে (Salman Khan) পরবর্তীতে এআর মুরুগাদোস পরিচালিত ‘সিকন্দর’ ছবিতে দেখা যাবে। ছবিতে রশ্মিকা মান্দানাও রয়েছেন।, প্রতীক বাব্বর খলনায়েকর চরিত্রে এবং সত্যরাজ এবং শারমান যোশী অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সঞ্জয় দত্তের (Sanjay Dutt) হাতেও বেশ কিছু প্রজেক্ট রয়েছে, যার মধ্যে রয়েছে 'হাউসফুল ৫', 'বাঘি ৪' এবং 'সন অফ সর্দার'-এর সিকোয়েল।