Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
Guess Who

বয়স ৬০, তাও বিকিনি পরে ভেজা শরীরে উপচে পড়ছে যৌবন, কে এই নায়িকা?

বিকিনি পরে ভেজা শরীরে উপচে পড়ছে যৌবন, ভিডিও দেখে লোকজন বলছে, '৬০ বছর বয়সে এসেও... '

বয়স ৬০, তাও বিকিনি পরে ভেজা শরীরে উপচে পড়ছে যৌবন, কে এই নায়িকা?

কে বলুন তো?

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 08:05

দ্য ওয়াল ব্যুরো: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা হলিউড অভিনেত্রী সালমা হায়েক যেন আবারও প্রমাণ করলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছোট্ট ভিডিও এখন ভাইরাল। ক্যাপশন— “Guess her age? Salma Hayek at her 60” (কত বয়স বলুন তো? সালমা হায়েক ৬০ বছরে এসে এমন আছেন)। আর তাতেই চমকে উঠছেন নেটিজেনরা। কারণ, ৬০ বছর বয়সেও সালমা হায়েকের গ্ল্যামার, স্টাইলে কোথাও বয়সের ছাপ নেই।

ভিডিওটি শেয়ার করেছেন @Viralvibes07 নামের এক এক্স (আগের টুইটার) ইউজার। তাতে দেখা যাচ্ছে, হালকা মেজাজে, দারুণ ভঙ্গিতে পোজ দিচ্ছেন হায়েক। এক হাতে চুল সামলে ক্যামেরার দিকে তাকিয়ে জলকেলি করছেন। কখনও সাঁতার কাটছেন। কখনও আবার বিভিন্ন ভঙ্গিমা। সেই দৃশ্যই মন কাড়ছে অনুরাগীদের।

ভিডিও দেখে অনেকেই অবাক। কেউ লিখেছেন, “ও নিশ্চয়ই অমর!” কেউ বলছেন, “বয়স তো আসলে কেবলই একটা সংখ্যা।” আর একজনের মন্তব্য, “৫৮ নয়, যেন ২৮ বছরই বয়স এখনও!” সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে এই এক ভিডিও ঘিরে। কেউ বলছেন, তিনি সময়কে থামিয়ে দিয়েছেন, কেউ আবার বলছেন, এত বছর পরেও এই আত্মবিশ্বাস আর সৌন্দর্য সত্যিই অনুপ্রেরণা।

শুধু এই ভিডিও নয়, সম্প্রতি হায়েক আরও এক কারণে শিরোনামে এসেছেন। ২০২৪ সালে ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’-এর সাঁতার পোশাকের সংখ্যায় কভারস্টার হয়েছেন তিনি। যা সাধারণত তরুণীদের জন্য সংরক্ষিত বলেই মনে করা হত এতদিন। হায়েক নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, “এই কভারটা আমাকে মনে করিয়ে দিল, সৌন্দর্য মানে শুধু কম বয়স নয়, আসল সৌন্দর্য আত্মবিশ্বাসে।”


ভিডিও স্টোরি