বিকিনি পরে ভেজা শরীরে উপচে পড়ছে যৌবন, ভিডিও দেখে লোকজন বলছে, '৬০ বছর বয়সে এসেও... '
কে বলুন তো?
শেষ আপডেট: 5 July 2025 08:05
দ্য ওয়াল ব্যুরো: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা হলিউড অভিনেত্রী সালমা হায়েক যেন আবারও প্রমাণ করলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছোট্ট ভিডিও এখন ভাইরাল। ক্যাপশন— “Guess her age? Salma Hayek at her 60” (কত বয়স বলুন তো? সালমা হায়েক ৬০ বছরে এসে এমন আছেন)। আর তাতেই চমকে উঠছেন নেটিজেনরা। কারণ, ৬০ বছর বয়সেও সালমা হায়েকের গ্ল্যামার, স্টাইলে কোথাও বয়সের ছাপ নেই।
ভিডিওটি শেয়ার করেছেন @Viralvibes07 নামের এক এক্স (আগের টুইটার) ইউজার। তাতে দেখা যাচ্ছে, হালকা মেজাজে, দারুণ ভঙ্গিতে পোজ দিচ্ছেন হায়েক। এক হাতে চুল সামলে ক্যামেরার দিকে তাকিয়ে জলকেলি করছেন। কখনও সাঁতার কাটছেন। কখনও আবার বিভিন্ন ভঙ্গিমা। সেই দৃশ্যই মন কাড়ছে অনুরাগীদের।
ভিডিও দেখে অনেকেই অবাক। কেউ লিখেছেন, “ও নিশ্চয়ই অমর!” কেউ বলছেন, “বয়স তো আসলে কেবলই একটা সংখ্যা।” আর একজনের মন্তব্য, “৫৮ নয়, যেন ২৮ বছরই বয়স এখনও!” সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে এই এক ভিডিও ঘিরে। কেউ বলছেন, তিনি সময়কে থামিয়ে দিয়েছেন, কেউ আবার বলছেন, এত বছর পরেও এই আত্মবিশ্বাস আর সৌন্দর্য সত্যিই অনুপ্রেরণা।
Guess her age ?
Salma Hayek at her 60😋 pic.twitter.com/M7Thpct7vv— Viral Vibes (@Viralvibes07) July 4, 2025
শুধু এই ভিডিও নয়, সম্প্রতি হায়েক আরও এক কারণে শিরোনামে এসেছেন। ২০২৪ সালে ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’-এর সাঁতার পোশাকের সংখ্যায় কভারস্টার হয়েছেন তিনি। যা সাধারণত তরুণীদের জন্য সংরক্ষিত বলেই মনে করা হত এতদিন। হায়েক নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, “এই কভারটা আমাকে মনে করিয়ে দিল, সৌন্দর্য মানে শুধু কম বয়স নয়, আসল সৌন্দর্য আত্মবিশ্বাসে।”