
৯৮ বছরে পা দিলেন দিলীপ কুমার। বয়সের কারণে শরীর ভেঙেছে। মনও ভেঙেছে খানিকটা। করোনার কারণে দুই ভাইকে হারিয়েছেন এই বছর। ঠিক এই দিনেই বাড়িতে দেখা করতে আসেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, আরও বহু মেগাস্টারেরা। তবে এবছরটা তিনি একা থাকতে চাইছেন। বাড়িতে অল্প কয়েকজন মিলেই উদযাপন করবেন। জানিয়ে দিলেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু।
প্যানডেমিকের পর থেকে ঈদ, দীপাবলি কোনও কিছুই উদযাপন করেননি তাঁরা। পরিবারেও ঘটেছে দুর্ঘটনা। তাই দিলীপ কুমার ঠিক করেছেন এবার জন্মদিনে নিভৃতে স্ত্রীর সঙ্গেই সময় কাটাবেন। সায়রা বানু জানিয়েছেন, অভিনেতার শরীর খুব একটা ভাল নেই। মনের উপর চাপ পড়ায় এবার তিনি একা কাটাতে চাইছেন।
অভিনয় জীবনের শুরুতেই মধুবালার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দিলীপ কুমার। বিয়ের পথে এগোলেও শেষ পর্যন্ত ভেঙে যায় সম্পর্ক। তারপর দীর্ঘদিন ভালবাসা, প্রেম, সম্পর্ক এসব থেকে দূরে থাকতেন তিনি। তারপরই সিনেমার সূত্রে দেখা সায়রা বানুর সঙ্গে। প্রথমেই সায়রা বানুর সঙ্গে অভিনয় করতে নারাজ হন। কারণ তাঁর মনে হয়েছিল রোমান্টিক দৃশ্যে অভিনয়ের জন্য সায়রার তখনও বয়স হয়নি। কিন্তু অন্যদিকে সায়রা বানু জানান, মাত্র ১২ বছর বয়সেই তিনি দিলীপ কুমারের প্রেমে পড়েন। ফের সিনেমার হাত ধরেই নতুন সম্পর্কে জড়ালেন দিলীপ কুমার। পরবর্তীতে বিয়েও করেন।
স্ত্রী সায়রা বানু দিলীপ কুমারকে ফিল্ম ইন্ডাস্ট্রির ‘কোহিনুর’ বলে ডাকেন। ২২ বছরের বয়সের পার্থক্য থাকলেও দিলীপ কুমারকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি অত্যন্ত খুশি, সেকথা নিজে মুখেই জানিয়েছেন সায়রা বানু। তাই এখনও স্বামীর কথা বলতে গেলেই গাল লাল হয়ে যায় তাঁর। বাড়িতে সবসময় তাঁকে চোখে চোখে রাখেন। জন্মদিনে তাঁর অনুরাগীদের দিলীপ কুমারের সুস্থতার কামনায় প্রার্থনা করতে বললেন সায়রা বানু।