শেষ আপডেট: 2nd October 2023 16:44
দ্য ওয়াল ব্যুরো: সাদা-কালো ফ্রেম। সেই ছবিতে একজন পুরুষ, একজন মহিলার সঙ্গে করমর্দন করছেন! সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবিটি চর্চায় রয়েছে। ছবিতে যে দু'জনকে দেখা যাচ্ছে, তাঁদের চেনেন না এমন লোকের সংখ্যা খুবই কম। সায়রা বানু ও দিলীপ কুমার!
ছয়ের দশকে বহুচর্চিত দম্পতি ছিলেন সায়রা বানু ও দিলীপ কুমার। তাঁদের প্রেম, বৈবাহিক জীবন নিয়ে আলোচনা চলত। অনেকেই সায়রা বানু ও দিলীপ কুমারকে 'আইডল কাপল' মানতেন। চলচ্চিত্র জগতে ঝড় তোলা এই দম্পতিকে নিয়েও আজও কৌতূহলের সীমা নেই। কেমন ছিল তাঁদের দাম্পত্য জীবন তা জানতে চান অনেকেই।
সোমবার তারই এক ঝলক নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সায়রা বানু। পুরনো ছবি দিয়ে স্মৃতির সরণি ধরে হাঁটলেন অভিনেত্রী। তাঁর পোস্টের প্রতিটি ছত্রে ধরা আছে দিলীপ কুমারের সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্তের ছবি। সেইসব 'কোলাজ' জুড়লে নেটিজেনরা একটা সুন্দর প্রেম কাহিনি দেখতে পাবেন!
অবসর গ্রহণের পরেও বর্ষীয়ান তারকাদের নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের সীমা নেই। তাঁরা এখন কী করছেন, তাঁদের জীবনে কী ঘটছে, তা জানতে চান অনেকেই। জানার উপায় এখন সোশ্যাল মিডিয়া। কিন্তু বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীদের অনেকেই এই মাধ্যমে নেই। কেউ কেউ আবার নতুন করে এই মাধ্যমে যাত্রা শুরু করেছেন। সেই তালিকায় আছেন সায়রা বানুও। চলতি বছরের জুলাই মাসের ৭ তারিখ, দিলীপ কুমারের মৃত্যু বার্ষিকীতেই সোশ্যাল মিডিয়ায় এসেছেন সায়রা বানু।
View this post on Instagram
সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিলীপ কুমারের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করেছেন সায়রা বানু। সেই পোস্টে সায়রা বানু লিখেছেন, '১৯৬৬ সালের ২৩ অগস্ট তারিখটা আমার কাছে স্মরণীয়। এই দিন দিলীপ সাহেব জন্মদিনে শুভেচ্ছা জানাতে আমার বাড়ি এসেছিলেন। সেদিনই তিনি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। পরের সপ্তাহেই দিলীপ সাহেব, আমার দিদার কাছে বিয়ের জন্য আমার ‘পাণিগ্রহণ’ করতে চেয়েছিলেন।'
২ অক্টোবর, দিনটাও সায়রা বানুর জীবনের অন্যতম সেরা দিন। এদিন দিলীপ কুমারের সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়। সেই কথা উল্লেখ করে সায়রা বানু লেখেন, 'এদিনই আমরা একে অপরকে আংটি পরিয়েছিলাম। দিলীপ সাহেবের স্ত্রী হওয়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপে দাঁড়িয়ে ছিলাম আমি।'
দিলীপ কুমার ও সায়রা বানুর বিয়ে হবে, সেটা নাকি কেউ বিশ্বাসই করেননি! অভিনেত্রীর কথায়, 'দিলীপ সাহেবের সঙ্গে কখনও কাজ করিনি। তাই কেউই ভাবতে পারেননি আমাদের মধ্যে কোনও সম্পর্ক হতে পারে। যখন আমাদের বাগদান সম্পন্ন হল, সেই খবর বিশ্বজুড়ে ঝড় তুলেছিল।'
থ্রিলার ছবিতে যেমন পরিচালক টুইস্ট রাখেন, তেমনই সায়রা বানুও তাঁর পোস্টের শেষে ছোট্ট টুইস্ট রেখেছেন। তিনি বলেছেন, তাঁদের বাগদান ও তার পরবর্তী সময় ছিল ঘটনাবহুল। যেমন ছিল সুন্দর অনুভূতি, তেমনই ঘটেছিল নানান হাস্যকর ঘটনাও। সেইসব ঘটনা নিজের পরবর্তী পোস্টে জানাবেন বলেও লেখেন সায়রা বানু।
১৯৬৬ সালের অক্টোবর মাসেই দিলীপ কুমার ও সায়রা বানুর চারহাত এক হয়েছিল। ২০২১ সালের জুলাই মাসে মারা যান দিলীপ কুমার। ৫০ বছরের বেশি দাম্পত্য জীবন কেটেছে দুই তারকার।