শেষ আপডেট: 16th January 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে নিজের বাসভবনে সইফকে ছুরিকাঘাত। মাঝরাতে তাঁর বাড়িতে ঢুকে আক্রমণ চালায় দুষ্কৃতী। আটক করা হয় সইফের বাড়ির তিন সহায়ক কর্মীকে। মর্মান্তিক ঘটনার পর পেরিয়ে গিয়েছে বহু ঘন্টা। এবার প্রকাশ্যে এল আরও এক খবর।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পরিচারিকাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন সইফ। খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাত ২টোর দিকে সইফের ছোট ছেলে জেহর ঘরে পরিচারিকা আরিয়ামা ফিলিপ ওরফে লিমা অজ্ঞাত ব্যক্তিকে প্রথম দেখতে পান। এবং তাঁর পরেই তিনি চিৎকার করে ওঠেন। ঠিক তখনই, পরিচারিকা লিমাকে আক্রমণ করে সেই দুষ্কৃতী। লিমাকে বাঁচাতেই সইফ এগিয়ে আসেন। সইফ এবং লিমা দু’জনকেই ধারালো অস্ত্রে আঘাত করে হামলাকারী।
সইফ এবং লিমা দু’জনেই বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তবে কোনও ভাবেই পরিচারিকা লিমাকে সন্দেহর আওতার বাইরে রাখছে না তদন্তকারী দল। পরিচারিকা কি নিজেই এই ঘটনায় জড়িত? তা নিয়েও উঠছে প্রশ্ন। যেহেতু কোনও ভাঙচুরের চিহ্ন পাওয়া যায়নি, তাই পুলিশের সন্দেহ যে পরিচারিকাই, দুষ্কৃতীকে সাহায্য করে থাকতে পারে। সুস্থ হতেই পরিচারিকার বক্তব্য রেকর্ডও করা হবে, বলে খবর।
ইতিমধ্যে বান্দ্রার সৎগুরু শরণ সোসাইটিতে পৌঁছেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) দীক্ষিত গেদাম বলেন, ‘গতকাল রাত ৩টে নাগাদ, অভিনেতা সইফ আলি খানের উপর হামলার খবরটি আসে। ঘটনাস্থলে এক পুলিশ দল পাঠানো হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে।” তিনি আরও বলেন, ‘আমরা এই মুহূর্তে আরও বিস্তারিত কিছু জানাতে পারছি না, তবে তথ্য পাওয়া গেলে আমরা আপডেট দিতে থাকব,”
এখন পর্যন্ত তদন্তে দেখা গেছে যে দুষ্কৃতী হামলার কমপক্ষে দু’ঘন্টা আগে সৎগুরু শরণ সোসাইটিতে ঢোকে। তবে ঘটনার দু’ঘন্টা আগে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেও, কাউকেই সইফের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়নি। হামলায় সইফ গুরুতর আহত হযন। তাঁর ঘাড়ের পিছনে এবং বাঁ হাতে ১০ সেন্টিমিটারের গভীর ক্ষত হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরির অংশ তাঁর পিঠে গেঁছে ছিল বলে জানা গিয়েছে।