শেষ আপডেট: 16th January 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বিনোদন জগৎ থেকে দেশের বিভিন্ন মহলে। কে এই হামলাকারী? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। মুম্বই পুলিশের মতে, বান্দ্রায় সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, হামলার অন্তত দু'ঘণ্টা আগে পর্যন্ত কেউ বাড়িতে প্রবেশ করেনি। ঘটনাটি এখনও রহস্যে ঘেরা। পুলিশের সন্দেহ, বাড়ির এক গৃহপরিচারক হামলাকারীকে ভেতরে ঢোকার সুযোগ দিয়েছিল। এইমধ্যেই এই গৃহপরিচারককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাঝরাতে ঘুমের মধ্যে আক্রমণের শিকার হলেন ছোটে নবাব সইফ আলি খান। এলোপাথারি ছুরির আঘাতে তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে অস্ত্রোপচার চলছে। এই মুহূর্তে সইফ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সইফ আলি খানের নিউরোসার্জারি সফল হয়েছে, তবে কসমেটিক সার্জারি এখনও চলছে। তারকা দম্পতির টিম জানিয়েছে, পরিবারের অন্য সদস্যরা নিরাপদ আছেন। পুলিশ সইফের বাড়ির তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। স্নিফার ডগ নিয়ে পুলিশ বান্দ্রার বাড়িতে পৌঁছেছে।
এই ঘটনার পর মহারাষ্ট্র সরকারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, 'তারকারা যদি সুরক্ষিত না থাকেন, তবে সাধারণ মানুষের কী হবে?' তিনি আরও বলেন, 'বাবা সিদ্দিকির হত্যা এবং সলমন খানের বাড়ির বাইরের গুলির ঘটনার পরেও নিরাপত্তা বাড়ানো হয়নি।'
অভিনেত্রী পূজা ভাট বান্দ্রায় পুলিশের উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি টুইটে মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে লেখেন, 'বান্দ্রার মতো গুরুত্বপূর্ণ এলাকায় আরও নিরাপত্তার প্রয়োজন।' মুম্বই পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন পূজা ভাট।
অভিনেতা জুনিয়র এনটিআর এক্সে লিখেছেন, 'সইফ স্যরের উপর হামলায় আমি স্তম্ভিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'