শেষ আপডেট: 18th January 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানকে হামলায় জখম করার দুদিন পর দুষ্কৃতীর নতুন দুটি ছবি প্রকাশ্যে এল। একটি ছবিতে দেখা গিয়েছে, সইফের বান্দ্রার বাড়িতে যে জামা পরে দুষ্কৃতী এসেছিল, পরে সেই জামা সে বদলে অন্য পোশাক গায়ে চাপিয়ে নিয়েছিল। সিসিটিভির ফুটেজ থেকে এই ছবি হাতে এসেছে পুলিশের। আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হামলার পর দুষ্কৃতী একটি দোকান থেকে হেডফোন কিনেছিল।
পুলিশ সূত্র জানাচ্ছে, হামলার পর দুষ্কৃতীকে দাদর-এর লক্ষ্মী হোটেলের কাছে 'ইকরা' নামে মোবাইল ফোনের দোকান থেকে হেডফোন কিনছে। গতকাল, শুক্রবার রাত ৯টা নাগাদ লক্ষ্মী হোটেল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুম্বই অপরাধ দমন শাখা দুষ্কৃতীর ছবি দেখতে পেয়েছে। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, বান্দ্রা রেল স্টেশনে সে জামা চেঞ্জ করে। জামা বদলের কারণ হচ্ছে, পুলিশের চোখে ধুলো দেওয়া। কিন্তু তার পিঠে থাকা ফাস্ট ট্র্যাক ব্র্যান্ডের ব্যাগটি তাকে চিনিয়ে দিয়েছে।
Mumbai, Maharashtra: Officers from the Crime Branch visited the Kabutarkhana area in Dadar and collected CCTV footage from a mobile shop named "Iqra" from where he purchased headphones after attacking actor Saif Ali Khan pic.twitter.com/ILxBjsD7eZ
— IANS (@ians_india) January 18, 2025
ঘটনার পর প্রায় ৭২ ঘণ্টা কাটতে চললেও মুম্বই পুলিশের অন্তত ৩০-এর বেশি টিম তল্লাশি চালিয়েও দুষ্কৃতীকে পাকড়াও করতে পারেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দাবি করে জানিয়েছেন, পুলিশ অনেকগুলি সূত্র ধরে তদন্ত চালাচ্ছে। খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে, সে কোনওমতেই পালিয়ে বেড়াতে পারবে না। পুলিশ সূত্র জানাচ্ছে, সইফ আলি খানকে হামলার পর দুষ্কৃতী বান্দ্রা এলাকাতেই ঘণ্টা পাঁচেক ছিল। গত তিনদিনে দুষ্কৃতীর চারটি ছবি প্রকাশ্যে এল। প্রথম ছবিতে একটি হলুদ রঙের জামা পরেছিল সে। পরে বান্দ্রা স্টেশন ও মোবাইলের দোকানে তাকে নীল রঙের জামায় দেখা যায়।