শেষ আপডেট: 26th January 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: গত ১৬ জানুয়ারি, বান্দ্রার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আততায়ীর হামলার শিকার হন বলিউড অভিনেতা সইফ আলি খান। জানা গেছে, ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে ফ্ল্যাটে ঢুকলেও, পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন সে সইফ এবং করিনা কাপুর খানের ছোট ছেলে জেহ-র ঘরে ঢুকে ১ কোটি টাকা দাবি করে। সন্তানের সুরক্ষায় সইফ লড়াই করেন এবং গুরুতরভাবে আহত হন। তাঁর শরীরে ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া যায়, যার মধ্যে মেরুদণ্ডের পাশের আঘাত ছিল সবচেয়ে গুরুতর। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা অপারেশনের পর সইফকে আইসিইউতে রাখা হয়।
চিকিৎসকদের দক্ষতায় পাঁচ দিনের মধ্যেই সইফ হাসপাতাল থেকে ছাড়া পান। ফেরার সময় তাঁকে হাঁটতে দেখে ভক্তরা অবাক হয়ে যান। ২৬ জানুয়ারি সকালে সইফকে ফের বাড়ির বাইরে দেখা যায়, সঙ্গী করিনা কাপুর। এবার অবশ্য তাঁরা কঠোর নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন।
View this post on Instagram
এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে করিনাকে ধূসর সোয়েটশার্ট এবং টুপি পরে প্রথমে গাড়িতে উঠতে দেখা যায়। পিছনে জিন্স আর নীল শার্ট পরা সইফ নিরাপত্তারক্ষীদের সঙ্গে এগিয়ে যান। তাঁরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েন।
সইফের উপর এই হামলার পর থেকেই মিডিয়ার অতিরিক্ত কৌতূহল নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন করিনা। তিনি ইনস্টাগ্রামে পাপারাৎজির তোলা একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, 'এবার থামুন! আমাদের একটু একা থাকতে দিন।' যদিও কিছু সময় পর তিনি সেই পোস্টটি মুছে দেন।
হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় সইফের মেরুদণ্ড থেকে তরল লিক হচ্ছিল বলে জানান চিকিৎসকরা। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের সময় তাঁর শরীর থেকে আততায়ীর ব্যবহৃত ছুরির একটি টুকরোও সরানো হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সইফ এখন বাড়িতে বিশ্রামে আছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য ভক্তরা প্রার্থনা করছেন।