শেষ আপডেট: 27th January 2025 21:53
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এবার পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হলেন এক মহিলা। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, মুম্বই পুলিশের একটি বিশেষ দল সোমবার নদিয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অবশেষে চাপড়া অঞ্চল থেকে ধরা পড়ে অভিযুক্ত।
জানা গিয়েছে, এই মহিলার সঙ্গে হামলার মূল অভিযুক্ত শরিফুল ফকিরের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। মুম্বই পুলিশের দাবি, ওই মহিলাই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে সাহায্য করেছিল শরিফুলকে। গ্রেফতার হওয়া মহিলা মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছিল ১৬ জানুয়ারির মধ্যরাতে। আচমকা ছড়িয়ে পড়ে খবর— নিজের বাড়িতেই সইফ আলি খানের উপর হামলা হয়েছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি অভিনেতার ঘরে ঢুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। হামলার পর সইফকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েক দিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। তবে সেই ভয়ঙ্কর রাতে আসলে কী ঘটেছিল, তার পুরো বর্ণনা শুধুমাত্র সইফই দিতে পারেন। ইতিমধ্যেই পুলিশের কাছে নিজের অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দিয়েছেন অভিনেতা।
২৩ জানুয়ারির সন্ধ্যায় মুম্বই পুলিশের কাছে বয়ান রেকর্ড করেন সইফ। তিনি জানান, “ঘটনার রাতে আমি আর করিনা ১১ তলায় নিজেদের শোওয়ার ঘরে ছিলাম। হঠাৎ ছোট ছেলে জাহাঙ্গীরের চিত্কার শুনতে পাই। সঙ্গে সঙ্গে ছেলের ঘরে ছুটি।” সইফ বলেন, ছেলের ঘরে গিয়ে দেখেন এক অনুপ্রবেশকারী রয়েছে। সেখানে উপস্থিত আয়া আলিয়ামা ফিলিপসও আতঙ্কে চিৎকার করছিলেন। ছোট ছেলে জেহ ভয়ে কেঁদে চলেছিল।
পরিস্থিতি সামাল দিতে ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন সইফ। তখনই হামলাকারী সইফের পিঠে, ঘাড়ে এবং হাতে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে। তবুও নিজের সর্বশক্তি দিয়ে অনুপ্রবেশকারীকে ঘরের ভিতরেই আটকে দেন সইফ। এই ঘটনায় মুম্বই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ধীরে ধীরে রহস্যের জট খুলছে। তদন্তকারীদের আশা, নতুন ধৃত মহিলার জবানবন্দি থেকে এই মামলার আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে।