শেষ আপডেট: 4th February 2025 23:46
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সইফ আলি খান সম্প্রতি মুম্বইয়ে একটি নেটফ্লিক্স সিনেমার প্রচারে অংশ নিয়েছেন, যা ছিল তাঁর প্রথম উপস্থিতি প্রকাশ্যে, ১৬ জানুয়ারি বান্দ্রায় নিজের বাড়িতে দুষ্কৃতীর আক্রমণের পর। গত মাসে চুরির উদ্দেশ্যে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করে এক দুষ্কৃতী। এই সময় সইফ ছুরির আঘাতে গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি হতে হয়।
সেই ঘটনার পর সইফের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সইফ এখন সুস্থ এবং চিকিৎসার পর বাড়ি ফিরে এসেছেন। এত দিন পরে নেটফ্লিক্সের নতুন সিনেমা 'জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিন' এর প্রচারে সইফকে দেখা গিয়েছে। গলার বিশাল কাটায় ব্যানডেজ করা আছে। সেই নিয়েই উপস্থিত হয়েছেন প্রচারে। তবে নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে নেই। স্বাভাবিক মেজাজেই ধরা দিয়েছেন অভিনেতা।
#WATCH | Mumbai: Actors Saif Ali Khan and Jaideep Ahlawat promote 'Jewel Thief: The Heist Begins', their film that drops on Netflix. This was Saif Ali Khan's first public appearance after the stabbing attack on him at his residence. pic.twitter.com/q40uSHupiu
— ANI (@ANI) February 3, 2025
এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, রোবি গেরওয়াল ও কোকি গুলাটি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আগে 'পাঠান' ও 'ওয়ার' সিনেমাগুলি সুপারহিট হয়েছিল। 'জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিন' সিনেমায় সইফ আলি খানের সঙ্গে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলট ও নিকিতা দত্ত।
সিনেমা সম্পর্কে সইফ আলি খান বলেন, 'এটি একটি হাই স্টেক ক্রাইম থ্রিলার, যেখানে উত্তেজনা ও চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। সিনেমার গল্প দর্শকদের মুগ্ধ করবে এবং এটি একেবারেই নতুন ধরনের অভিজ্ঞতা দেবে বলেই আশা করছি।'