শেষ আপডেট: 10th June 2023 11:09
সইফ গরহাজির 'আদিপুরুষ' প্রমোশনে, বিতর্ক এড়াতেই কৌশল নবাব পুত্রের?
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে বলিউডের অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে আদিপুরুষ। আগামী সপ্তাহেই ১৬ জুন সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আদিপুরুষ। এই মুহূর্তে জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীরা। তবে এই প্রচারে প্রায় দেখাই যাচ্ছে না অভিনেতা সইফ আলি খানকে।
প্রভাস থেকে কৃতি, আদিপুরুষের প্রচারে ছবির মুখ্য চরিত্রদের প্রায় সকলকেই দেখা গেলেও সেখানে নেই সইফ। ছবির গান এবং ট্রেলার মুক্তির অনুষ্ঠানেও হাজির ছিলেন না অভিনেতা। অথচ আদিপুরুষ ছবিতে রাবণ চরিত্রের যে ভালই গুরুত্ব রয়েছে তা স্পষ্ট হয়েছে ট্রেলারেই। ফলে, সইফ কেন অনুপস্থিত থাকছেন এই প্রচারে তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
অনুরাগীদের একাংশের অনুমান যে হয়তো বিতর্ক এড়াতেই সইফ অংশ নিচ্ছেন না প্রচারে। হিন্দু ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ রামায়ণেরই পুনর্নির্মাণ করা হয়েছে 'আদিপুরুষ' ছবিতে। ফলে, রাবণ চরিত্রে অভিনয় করলেও সইফ মুসলিম হওয়ায় ধর্মীয় বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, আদিপুরুষ তৈরির সময়েই সইফ বলেছিলেন এই ছবিতে রাবণকে অন্যরকম ভাবে দেখানো হয়েছে। এই মন্তব্য নিয়ে সৃষ্টি হয়েছিল বিতর্ক। যেহেতু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে আদিপুরুষ, সেই কারণে সইফকে ঘিরে ছবি মুক্তির আগে নতুন কোনও বিতর্ক সৃষ্টি হোক এমনটা সম্ভবত চাইছেন না নির্মাতারা। ফলে, আপাতত আদিপুরুষের প্রচার পর্ব থেকে বাদ সইফ।
রণবীর ‘রুগ্ন সাদা বেড়াল!’ কঙ্গনার মুখের ভাষায় ফের সমালোচনার ঝড়