শেষ আপডেট: 19th January 2025 10:14
দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানের ওপর হামলার অভিযোগে মুম্বইয়ের ঠাণে থেকে আরেক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ভোরে তাঁকে সইফের বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে পাকড়াও করা হয়। জানা গেছে, তাঁর নাম মহম্মদ আলিয়েন।
পুলিশ জানিয়েছে, ধরা পড়ার ভয়ে মহম্মদ আলিয়েন নিজের নাম পরিবর্তন করেছিলেন। সকলকে বিজয় দাস হিসেবে পরিচয় দিচ্ছিলেন। ঠাণেরই একটি বারে কাজ করেন ব্যক্তি।
সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় আরেক সন্দেহভাজন হামলাকারীকে ছত্তীসগড়ের দুর্গ থেকে শনিবার গ্রেফতার করে পুলিশ। আকাশ কানোজিয়া নামে ওই যুবককে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ভোরে সইফের বান্দ্রার বাড়িতে হামলা হয়। অভিনেতাকে ছুরি দিয়ে ছ'বার কোপানো হয়। হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। এই ঘটনায় ধীরে ধীরে তদন্ত জাল গোটানোর চেষ্টা করছে পুলিশ। তবে, ঠিক কে বা কারা এর জন্য দায়ি সেনিয়ে এখনও কিছু স্পষ্টভাবে জানানো হয়নি।