শেষ আপডেট: 27th September 2024 11:48
দ্য ওয়াল ব্যুরো: বারবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিব্যক্তি নিয়ে একাধিকবার ব্যাঙ্গ করেছেন অভিনেত্রী বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘পাপ্পু’ রাহুলের সঙ্গে ‘টম অ্যান্ড জেরি’ প্রসঙ্গও তুলতে ছাড়েননি তিনি। দীর্ঘ দিন ধরেই রাজনীতির ময়দানে রাহুলকে শিশু প্রতিপন্ন করেন স্বয়ং প্রধানমন্ত্রীও। সেই রাহুলেরই পাশে দাঁড়িয়ে তাঁর ভূয়সী প্রশংসা করলেন সইফ আলি খান। নিন্দকদের কথা শোনাতেও ছাড়লেন না।
সম্প্রতি এক কনক্লেভে যোগ দিয়েছিলেন বলিউড নবাব। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী— এঁদের মধ্যে কে সাহসী রাজনীতিক? ভবিষ্যতে কে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করেন? এরই উত্তরে রাহুল গান্ধীর নাম নেন সইফ।
সইফ উত্তরে বলেন, ‘মোদী, কেজরিওয়াল, রাহুল গান্ধী, এঁরা সকলেই অত্যন্ত সাহসী রাজনীতিক। তবে আমি মনে করি, রাহুল গান্ধী যা করেছেন তা প্রশংসা করার মতো। মানুষ ওঁর নানা মন্তব্য, কাজ নিয়ে অসম্মান করেছেন। কটাক্ষ করেছেন। কিন্তু রাহুল গান্ধী যেভাবে পরিশ্রম করে তার পাল্টা জবাব দিয়ে গেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বহু আগে সিমি গেরাওয়ালের একটি চ্যাট শোতে করিনা কাপুর ইচ্ছে প্রকাশ করেছিলেন, তিনি রাহুল গান্ধীর সঙ্গে ডেটে যেতে চান। যদিও তখনও সইফের সঙ্গে বিয়ে হয়নি তাঁর। শোনা গেছিল, রাহুলও নাকি করিনার সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেন।
সইফ আলি খানের এহেন প্রশংসার পর নেটিজেনদের একাংশ অবশ্য বলছেন, ‘এটা রাহুল গান্ধীর হয়ে তারকা প্রচার।’