শেষ আপডেট: 16th January 2025 14:23
দ্য ওয়াল ব্যুরো: কী ঘটেছে সইফ আলি খানের সঙ্গে? কীভাবে ঢুকল হামলাকারী? প্রশ্ন হাজার। পুলিশ তদন্ত করছে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভিড় ক্রমশ বাড়ছে। স্বামীর উপর হামলার খবর শুনে রাতেই বাড়িতে ছুট্টে এসেছিলেন করিনা কাপুর খান। অবশেষে বৃহস্পতিবার দুপুর গড়াতেই হাসপাতালে পৌঁছলেন তিনি।
অতর্কিতে হামলা হয়েছে স্বামীর উপর, কখন কী হয়! কড়া নিরাপত্তার চাদরে নিজেকে মুড়ে এ দিন হাসপাতালে পৌঁছন করিনা। সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়ে সোজা ঢুকে যান সইফের কাছে।
ওদিকে প্রিয় বন্ধু সইফের কাছে পৌঁছতে দেরি করেননি শাহরুখ খানও। তিন খানের মধ্যে তিনিই সবার আগে পৌঁছন লীলাবতীতে। কালো কাচ লাগানো গাড়িতে করে দুপুরেই পৌঁছে যান শাহরুখ। যদিও এই হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি শাহরুখকে। শুধু শাহরুখই নয়, বোন সোহা ও ভগ্নীপতি কুণাল থেকে শুরু করে রণবীর কাপুরও ছুটে গিয়েছেন হাসপাতালে।
প্রসঙ্গত, প্রায় আড়াই ঘণ্টা ধরে এ দিন অস্ত্রোপচার হয় সইফ আলি খানের। অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতেও স্থানান্তরিত করা হয়। একই সঙ্গে সইফের টিম থেকে প্রকাশ করা হয় এক নতুন বিবৃতিও।
তাতে লেখা, "সইফ আলি খানের ইতিমধ্যেই অস্ত্রোপচার হয়েছে। উনি ক্রমশ সুস্থতার দিকে এগিয়ে চলেছেন। ডক্টর নীরজ উত্তমণি, ডক্টর নীতিন ডাঙ্গে, ডক্টর লীনা জৈন ও লীলাবতি হাসপাতালের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। সকল ভক্ত ও শুভান্যুধায়ীদেরও আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ।"