শেষ আপডেট: 16th January 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ঢুকে অভিনেতার সইফ আলি খানের উপর হামলা চালিয়েছে দুষ্কৃতি। আত্মরক্ষা করতে গেলেন এক নয় ছয় ছয় বার ছুরির আঘাতও করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সকাল থেকেই এই খবরে সারা দেশ জুড়ে চাঞ্চল্য।
খবর পৌঁছেছে সইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের দুই ছেলে মেয়ের কাছেও। খবর পাওয়া মাত্রই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ছুট্টে যান তাঁরা। মুখে চোখে উৎকণ্ঠা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেই সোজা ঢুকে যান হাসপাতালের ভিতর।
হাসপাতালে সূত্র খবর, তিন চিকিৎসকের টিম এই মুহূর্তে চিকিৎসা করছে সইফের। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে করিনাসহ তাঁর প্রিয়জনেরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে তাঁর। অবস্থা স্থিতিশীল বলেই খবর। কে বা কারা এই হামলা চালালো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
এক বিবৃতি প্রকাশ করা হয়েছে সইফের পরিবারের তরফেও। তাতে লেখা, "গত রাতে সইফ আলি খান এবং করিনা কাপুর খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। সাইফের হাতে আঘাত লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের বাকিরা যদিও সুস্থ আছে। আমরা মিডিয়া এবং অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। পুলিশ ইতিমধ্যে তাদের যথাযথ তদন্ত শুরু করছে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।"